পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ পরিচ্ছেদ। ᏌᏉᎼ . কয়দিবস কাটাইল । তাহার পর ঐ দিবস প্রভাতে মোগলসেনা শিবির ভঙ্গ করিয়া রাজকুমারীকে লইয়। যাওয়াতে, রূপনগরের সৈনিকেরাও গৃহে প্রত্যাগমন করিতে আজ্ঞা পাইল । তখন তাহারা অশ্ব সজ্জিত করিল এবং অস্ত্র সকল বাজার অস্থাগারে ফিরাইয়া দিবার জন্য লইয়া আসিল, রাজা স্বয়ং তাহাদিগকে একত্রিত করিয়ু স্নেহস্থচকবাক্যে বিদায় দিতেছিলেন, এমত সময়ে জাঙ্গলকাটা মাণিকলাল ধর্ষাক্ত কলেবয়ে অশ্ব সহিত সেখানে উপস্থিত হইল । মাণিকলালের ই মোশগগসৈনিকের বে। একজন মোগলসৈনিক অতি ব্যস্ত হইয়া গড়ে ফিরিয়া আসিয়াছে, দেখিয়া সকলে বিস্থিত হইল । রাজা জিজ্ঞাসা করিলেন “কি সস্বাদ ?” - - মাণিকলাল অভিবাদম করিয়া বলিল, “মহারাজ, বড় গণ্ডগোল বাধিয়াছে, পাঁচহাজার দম্য আসিয়া রাজকুমারীকে ঘেরিয়াছে। জুনাব হাসান আলি খী বাছাত্র, আমাকে . আপনার নিকট পাঠাইলেন--হিনি প্রাণপণে যুদ্ধ করিতেছেন, কিন্তু আর কিছু সৈন্য ব্যতীত রক্ষা পাইতে পারবেন না। আপনার নিকট সৈন্য সাহায্য চাহিয়াছেন।” , রাজা বাস্ত হইয়া বললেন, “সৌভাগ্যক্রমে আমার সৈন্য সজ্জিতই আছে।” সৈমিকগণকে বললেন, “তোমাদের ঘোড়া তৈয়ার, হাজিরার হাতে তোমরা সওয়ার হইয়া এখ-, ঐ স্থাৎ झश । अtि :: লইয়া ষাইkঙছি।” মানিকলাল বলিল, "দি এ দাসের অপরাধ যুগ ৰয়, অক্টেজামি নিবেদন করি যে, ইহাদিগকে লষ্টয়া भर्षि लबमत'