পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১০ ] পারা যায় না। যশোরের ঘটকগণ বলেন যে, বিক্রমাদিত্য ১৫১৪ শাক হইতে ১৫১৯ পর্য্যন্ত ৫ বৎসর যশোরে রাজত্ব করিয়াছিলেন। তাহা হইলে ১৫৯৭ খৃঃ অব্দে তাহার মৃত্যু ঘটে । বিক্রমাদিত্য জীবিত থাকিতে প্রতাপাদিত্যের আপনার ক্ষমতা প্রকাশের চেষ্ট না করা যদি সত্য হয়, তাহা হইলে ইহার অনেক পূৰ্ব্বে বিক্রমাদিত্যের মৃত্যুসময় স্থির করিতে হয়। কারণ আমরা দেখিতে পাই যে, প্রতাপাদিত্য খাঁ আজিমেব শাসনকালে আপনার প্রভুত্ব প্রদর্শন করিয়াছিলেন, তজ্জন্ত খাঁ আজিম র্তাহাকে দমন করিয়া তাহার রাজ্যের কয়েকটি পরগণা বর্তমান চাচড় রাজবংশের অদিপুরুষ ভবেশ্বররায়কে প্রদান করিয়াছিলেন। খাঁ আজিম ১৯০ হিজরী বা ১৫৮২ খৃঃ অদ হইতে ৯৯২ হিজরী বা ১৫৮৪ খৃঃ অব পর্যন্ত বাঙ্গলার সুবেদার ছিলেন। ইহার মধ্যে প্রতাপাদিত্যের প্রভুত্ববিস্তাবের চেষ্ট হইলে তাহার পূৰ্ব্বে বিক্রমাদিত্যের মৃত্যুসময় স্থির করিতে হয়। (৫০) ধূমঘাটের পুরীর গৃহপ্রবেশ * * * রাজ্য প্রতিষ্ঠিত করেন—প্রতাপাদিত্য বসন্তরায় ও তদ্বংশীয়দিগের নিকট হইতে স্বতন্ত্র থাকিবার জন্য যশোরস্থ আপনাদের প্রাচীন পুরী পরিত্যা করিয়া ধূমঘাটের পুরী প্রবেশের ও আপনাকে রাজ্যে প্রতিষ্ঠিত করিবার জ বসন্তরায়কে অনুরোধ করেন। বসুমহাশয় তাহারই উল্লেখ করিতেছেন। বসুমহাশয়ের মতে বিক্রমাদিত্যের পরলোকগমনের পর কিছুদিন পর্যন্ত প্রতাপাদিত্য ও বসন্তরায়ের মধ্যে অন্তত: মৌখিক সদ্ভাব বিদ্যমান ছিল। (৫১) সম্প্রতি অন্তর হইয়া থাকিলেই ভাল— বহু মহাশয়ের মতে বসন্তরায়ও প্রতাপাদিত্যকে অত্যন্ত ভয় করিয়া নিজেও তাহার নিকট হইতে স্বতন্ত্র থাকিতে ইচ্ছুক হন। প্রতাপাদিত্য বসন্ত রায়ের উপর অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। বসন্তরায় তাহ অবগত হইয়া যে সতর্কত অবলম্বন করিবেন ইহা স্বাভাবিক বলিয়া বোধ হয়। ।