পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪৫ ] মানসিংহের সৈন্তের সহিত হইলেই যুক্তিযুক্ত হয়। কারণ, ইসলাম খাঁ প্রতাপাদিত্যের দমনে আসেন নাই। (৯৬) কমল খোজার মরণের খবর—বস্থমহাশয় কেবল কমল খোজাকেই প্রতাপাদিত্যের প্রধান সেনাপতিরূপে নির্দেশ করিয়াছেন। এই জন্ত তাহার মৃত্যুসংবাদে প্রতাপাদিত্য ব্যাকুল হইয় পড়িয়াছিলেন, বলিয়া উল্লেখ করিয়াছেন। কিন্তু কুলাচাৰ্য্যদিগের গ্রন্থে কমল খোজার উল্লেখই নাই, তাহার অন্তান্ত অনেক সেনাপতির কথা লিখিয়াছেন। উপক্রমণিকায় ইহার বিস্তৃত আলোচন করা হইয়াছে। (৯৭) দূর দূর করিয়া খেদাইয়া দিলেন—বহমহাশয়ের মতে এবং সাধারণ প্রবাদামুসারে দেবী যশোরেশ্বরী প্রতাপাদিত্যের অত্যাচারে তাহাকে পরিত্যাগ করার জন্ত তাহাব কোন কষ্ঠার আকার ধারণ করিয়া সভাস্থলে উপস্থিত হইলে, প্রতাপাদিত্য র্তাহাকে সভাস্থল ও তাহার প্রাসাদ পরিত্যাগ করিতে বলেন। দেবী তাহার প্রতি সদয় হইয়া এইরূপ প্রতিজ্ঞ করিয়াছিলেন যে, তুমি আমাকে তাড়াইয়া দিলে তবে আমি তোমাকে পরিত্যাগ করিব। এক্ষণে তিনি প্রতাপাদিত্যের অত্যাচারে অসন্তুষ্ট হইয় তাহকে পরিত্যাগ করিবার জন্ত উক্ত কৌশল অবলম্বন করিয়াছিলেন। Ralph Smyth সাহেবও ঐরূপ প্রবাদ সংগ্ৰহ করিয়াছিলেন। “The goddess Kalee seeing all this, was anxious to revoke her blessing, and to effect this, she one day assumed the resemblance and disguise of the Rajah's daughter, and appeared before him in Court, when he was dispensing his so-called justice, by ordering a sweeper-woman's head to be cut-off, for sweeping the Court of the Palace in his presence. The ministers and