পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 54% “শেষে ছিল যারা পলাইল তারা মানসিংহে জয় হৈল। পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্যে লৈল ।” - ভারতচন্দ্র । অবষ্ঠ প্রতাপাদিত্য মানসিংহ কর্তৃকই পিঞ্জরাবদ্ধ হইয়াছিলেন। ইসলাম খী কর্তৃক নহে। (১০১) প্রতাপাদিত্যের রাণী নাগঝি—প্রতাপাদিত্য জিতামিত্র নাগের কন্যাকে বিবাহ করিয়াছিলেন। এখানে তাহারই কথা উল্লিখিত হইয়াছে। (১০২) এক শত ক্রোর নগদ টাকা—প্রতাপাদিত্য যে বহুধনরত্বের অধীশ্বর হইয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। কিন্তু এক শত ক্রের নগদ টাকা তাহার রাজ্য হইতে লুষ্ঠিত হইয়াছিল কি না বলা যায় ন! । (১০৩) বানারস মোকামে প্রতাপাদিত্যের কাল হইল—প্রতাপাদিত্যের কাশীতে মৃত্যু হয়, ইহা ক্ষিতীশবংশাবলীচরিত প্রভৃতিতে উল্লিখিত হইয়াছে। “অৰ্থ বদ্ধস্ত পথিগচ্ছতঃ প্রতাপাদিত্যস্ত বারাণস্যাং পঞ্চত্রমভবৎ।” (ক্ষিতীশবংশাবলীচরিতম্ ) ঘটককারিকার লিখিত আছে যে পথিমধ্যে র্তাহার মৃত্যু হয়— “পথিমধ্যে হভবনু তু: প্রতাপস্ত মহীপতেঃ। স্থাপয়িত্ব মহাকীৰ্ত্তিং স জগাম মুরালয়ম্।” (১০৪) খেতাব যশহরজীত— ক্ষিতীশবংশাবলীচরিতেও যশোহরজিৎ উপাধি প্রদানের কথা লিখিত আছে। “শ্রীত্ব চ জবনাপি: পূৰ্ব্বপরিচিতং প্রতাপাদিত্যদায়াং কচুরায়নামান যশোহরজিতিতি নামরূপ প্রসাদঞ্চ দে।” অন্নদামঙ্গলে যথা—