পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. >tw J J “কচুরায় পাইল যশোরজিত নাম। : সেই রাজ্যে রাজা হৈল পূর্ণ মনস্কাম।” (১০৫) রাঘব রায়ের কয় ভ্রাতাই একত্তর আছেন— বসুমহাশয় বসন্ত রায়ের অবশিষ্ট সাতপুত্রের কথা বলিয়াছেন, কিন্তু কুলাচাৰ্য্যগণ নয় পুত্রের কথা বলেন। কেবল গোবিন্দ ও চাদরায় প্রতাপ কর্তৃক নিহত হইয়াছিলেন। “নিহতে চন্দ্রগোবিন্দে প্রতাপেন মহাত্মনা।” - (১০৬) বিক্রমাদিত্যের সন্তানের প্রধানের প্রায় জাতি গেল—সম্ভবতঃ প্রতাপাদিত্য পিঞ্জরাবদ্ধ হইয়া যবনসৈন্তসহ নীত হওয়ায় বসু মহাশয় এইরূপ বর্ণনা করিয়াছেন। - (১০৭) রাজা চাদরায়—কুলাচাৰ্য্যগণ বলেন যে, পূৰ্ব্বে চাদরায় প্রতাপ কর্তৃক নিহত হন। তিনি, রাঘব ও গোবিন্দরায় এই তিন জন কুলপতি হইরাছিলেন। তন্মধ্যে রাঘব ও গোবিন্দ নিঃসন্তান হওয়ায় চন্দ্রের সন্তানের গোষ্ঠীপতি হন। “বভূবু মানিন স্তেষান্মধ্যে ত্রয়ো মহাবলঃ। গোবিন্দো রাঘবশ্চৈব তথা চন্দ্রঃ কুলেশ্বরাঃ । নিহতে চন্দ্রগোবিন্দে প্রতাপেন মহাত্মনা। গোবিন্দস্ত সুতো নাসীৎ রাঘবস্ত তথৈবচ। চন্দ্রস্ত তনয়ে জাতে রাজারামে মহাতপা: ॥ বসন্তে নিহতে যস্মিন স্থিতোহসে মাতুলালয়ম্।।” (ঘটককারিকা) চাদরায়ের বংশধরেরা বলিয়া থাকেন যে, চাদরায় প্রতাপাদিত্য কর্তৃক নিহত হন নাই, রাঘবের পর তিনিই রাজ্যেশ্বর ও সমাজপতি হইয়াছিলেন। (১০৮) খোড়গাছি পরগণা—বস্থ মহাশয় খোড়গাছিকে একট পরগণা বলিয়া উল্লেখ করিয়াছেন। কিন্তু খোড়গাছি, একটা গ্রাম