পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२ ] সে স্থান তদনুরূপ হইলে পর গৌড়ের সহর লুট প্রবত্ত সহর বাজার নগর চাতর পল্যাপল্লি সমস্ত লুট করিয়া কেল্লার মধ্যে প্রবিষ্ট হইয়া দেখিলেন শূন্তাগার জনমানবহীন কিঞ্চিত দ্রব্য মাত্র কেল্লার মধ্যে নাই কেবল কেল্লামাত্র শ্মশানকার দাউদ কি তাহার অমাত্যগণের কাহার দেখা পাইলেন না এবং শুবা জাতের কাগজতও কিছু পাইলেন না যে তাহাতে এ তিন শুবার উমুল তহসিল মুমার তফসিল ওয়াকিফ হএন ইহাতে ই জনাই অতি বিমর্শ হইলেন। দিবস তুই তিন ওখানে বিশ্রাম করিয়া পুনরায় রাজমহল গতি করিলেন এইমতে কএক দিবস সেস্থানে তিষ্ঠিয় রাজমহল ও গৌড় ও তাহার আস পাশ চৌদিকের সমস্ত পরগণায় টেড়ি দিলেন এই কথা । বাদসহ ও তার রাজাগণের এই করার। দাউদ পলাইয়াছে। যদি তাহার সরদার চাকর লোকেরা কেহ যাহার এ শুবাজাতের বিষয়ের জ্ঞাত নিকটাবৃত্তি থাকে তবে তিনি রাজমহলে আসিয়া রাজাগণের সহিৎ সাখ্যাত করিয়া এ তিন শুবার বিবরণও জানাইলে তাহারদের ভাগ্যের উদয় হবেক সাবেক বন্দোবস্তের চাকরি বাহাল থাকিবে আর যাহা২ তাহার দরকার দরখাস্ত মতে মনজুর হবেক । রাজার বলিতেছেন তাহারদিগকে নষ্ট করিব না তাহারদের বহুত২ ভাল করিব কদাচিত তাহারদের কোন ভয় নাই এই আমারদের সত্য অঙ্গিকার । এইমতে টেড়ি দিতেই ইহার দুই ভ্রাতা অনুসন্ধান পাইয় গুপ্তে রাজমহলে পৌঁছিয়া অস্পষ্ট উকিল পাঠাইলেন। রাজাগণের উকিলের স্থানে বিবরণ জ্ঞাত হইয়া পরম সন্তুষ্ট হইলেন এবং তাহাকে ইনাম একরাম দিয়া, প্রফুল্ল করিলে কহিলেন তুমি যাও তাহারদিগকে আন যাইয় তাহারা হিন্দুলোক আমরাও সেই একি বর্ণ। তুমি বল যাইয়া আমারদের করার এই তাহারদের হিংসা কোনক্রমে হইতে পরিবেক না কিন্তু যথেষ্ট আনুগত্য ও