পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[۹ والا ] করিতেন না। বসুমহাশয় স্বীয় জীবনে অনেক বদান্ততার পরিচয় প্রদান করিয়াছেন। কেরী সাহেব বলেন যে, তাহার এই বদান্ততাশিক্ষাও বাজ রামমোহন রায়ের নিকট হইতে হইয়াছিল। বসুমহাশয় অত্যন্ত শিকারপ্রিয় ছিলেন, বন্ধুবান্ধবসহ তিনি সময়ে সময়ে শিকার করিত্তে গমন করিতেন। তিনি যথেষ্ট ভোজন করিতেও পারিতেন। র্তাহার একটু পানদোষও ছিল। তাহার দ্যায় রসজ ব্যক্তি অরই দৃষ্ট হইত। কের সাহেব তাহার জ্ঞানগরিমার সম্বন্ধে লিখিয়াছেন যে, তাহার স্তীস্থ - প্রগাঢ় পণ্ডিত তিনি কখনও দেখেন নাই। ; কেরী ব্যতীত বুকাননের বর্ণনায়ও বসুমহাশয়ের পণ্ডিত্যের বিষয় অবগত হওয়া যায়।8 রেভারেও কেরী মহোদয় বসুমহাশয়ের সম্বন্ধে দুই একটা গল্পেরও উল্লেখ করিয়াছেন, বাহুল্যভয়ে তৎসমুদায় উল্লিখিত হইল না। বসুমহাশয়ের লিখিত দুই একখানি পত্রও কেরীমহোদয়ের কাগজপত্রের সহিত গ্রথিত আছে। কেরী ও রামরাম বহু এক সময়েই ফোর্ট উইলিয়ম কলেজে অধ্যাপনা করিতেন, এই জন্য তাহার লিখিত বিবরণ বিশ্বাস্ত বলিয়াই বোধ

  • “He was of a peculiar turn of mind. Though amiable in manners and honest in dealings, he was a rude and unkind Hindoo if anybody did him wrong.” (Carey)

+ রাজা রামমোহন রায়েরও প্রথম জীবনে একটু পানদোষ ছিল বলিয়া শুনা যায়। f “A more devout scholar like him I did never see." (Carey) § “The History of Rajah Pritapadilyo, the last Rajah of the Island of Saugur ; an original work in the Bengalee t language, composed from authentic documents, by a learned native in. College.” (Buchanan's College of Fort William}. \రి