পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२२ ] যুদ্ধে প্রবৃত্ত হইলে বিপক্ষগণের আক্রমণ নিবারণের প্রতি কাহারও মনোযোগ রহিল না। এই অবকাশে দিল্লীশ্বরের সৈন্তগণ পার হইয়া দাদের সেনা সকল ছিন্নভিন্ন করিল। অকস্মাৎ আহত হইয়া অনেকে প্রাণত্যাগ করিল আর২ সকলে অস্ত্রশস্ত্র পরিত্যাগ করিয়া শিবাগণের দ্যায় সত্বর গতিতে কে কোথায় পলায়ন করিল, তাহাদিগের আর অনুসন্ধান হইল না । বাদশাহের সৈন্তাগণ নদী পার হইয়া শিবিরে প্রবেশ করাতে সকলে রণে ভঙ্গ দিয়া পলায়ন করিয়াছে এই সংবাদ শ্রবণমাত্রে দায়ুদের মস্তকে যেন বজ্রাঘাত হইল। তিনি দুই প্রিয় বন্ধুকে ডাকিয়া কহিলেন, ভাইবে আমি এখন নিরুপায় হইয়াছি, পরে যাহা হউক এক্ষণে কি করা যায়। যাবৎ শ্বাস তাবৎ আশ, বাদশাহের এখানে আগমন হইলে মঙ্গলের চেষ্ট পাবে, কিন্তু এক্ষণে তোমরা দুই ভাই ছদ্মবেশে থাকহ এবং আমি সপরি. বারে রাজমহলের পর্বতে প্রস্থান করি ; মধ্যে২ আমার তত্ত্বানুসন্ধান করিও । তোমাদিগের সংবাদ না পাইলে কদাচ তথা হইতে নীচে আসিব না। প্রিয়তম বান্ধবেরা বিদায় হই আর সাক্ষাৎ হয় বা না হয়। এইক? কহিতেই গোঁড়াধিপ দায়ুদের নেত্রজলে পৃথিবী ভাসিয়া গেল। দুই ভ্ৰাত বন্ধুবিচ্ছেদ শোকে আবৃত হইয়া ক্ৰন্দন করিতে২ ভূমিতলে পতিত হইলেন। পরে দায়ুদ তাহাদিগকে সান্তন করিয়া কিঞ্চিৎ ধন ও এক বৎসরের খাপ্ত সামগ্ৰী লইয়৷ পৰ্ব্বতে আরোহণ করিলেন। মহারাজ বিক্রমাদিত্যের দৃষ্ট ভাই বৈরাগি বেশধারী হইয়া বরেন্দ্র ভূমিতে যাত্রা করিলেন। বাদশাহের সেনাপতি রাজা তোড়রমল ও রাজা ওমরায়ো সিংহ সকল সৈন্ত লইয়া যে২ স্থানে দায়দের সৈন্ত ছিল সৰ্ব্বত্র জয়ী হইয়া লুট করিতেই আসিয়াছিলেন। রাজমহলের নিকট উপস্থিত হইয়া তথাকার দুর্গ আক্রমণ করিতে তৎপর হইলেন। অনায়াসে সেস্থান হস্তগত হইল। সেনাপতির গৌড় রাজধানী লক্ষ করিয়া তথা হইতে সকল সৈন্ত সসর্জ করিয়া গমন করিল।