পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f २२४ ] আপনার গৌড়ে থাকিয় কর আদায় প্রভৃতি সকল কৰ্ম্ম নিম্পাদন করিতে লাগিলেন । এখানে দায়ুদের খাদ্য দ্রব্য অপ্রতুল হওয়াতে র্তাহার ভূত্য মাগুম খাঁ পৰ্ব্বত হইতে নামিয়া সামিগ্রী ক্রয় করিতে রাজমহলে আসিয়া ঐ সমস্ত বৃত্তান্ত অবগত হইল এবং যাইয়া দাযুদকে সবিশেষ জানাইল যে বাদশাহের প্রেরিত রাজারা মহাশয়ের বিস্তর অন্বেষণ করিয়া অনুসন্ধান না পাইয়া অবশেষে মহাশয়ের প্রতিষ্ঠিত রাজাদিগকে পূৰ্ব্বমত কাৰ্য্যাধ্যক্ষ করিয়াছেন, মহাশয়কে পাইলে তাহাদিগকে বোধ হয় এমত করিতেন না যাহা হউক, এক্ষণেও যদি মহাশয় যাইয় তাহারদিগের সহিত সাক্ষাৎ করেন তবে মহাশয়ের পক্ষে অনেক সুযোগ হইতে পারে। দায়ুদ কহিলেন তোমার কথায় আমার বিশ্বাস হইতেছে না তাহা হইলে বিক্রমাদিত্য আমাকে অবগুই সংবাদ করিত । চাকর কহিল মহাশয় যাহা কহিতেছেন ইহা সপ্রমাণ বটে, কিন্তু এক্ষণে শঠের কাল পড়িয়াছে তাহারা হিন্দুলোক অতি দুষ্ট স্বভাব তাহাতে আবার নিজে কর্তৃত্ব ভার পাইয়াছে, এক্ষণ মহাশয়ের সহিত আর সম্পর্ক কি ? আপনি বাদশাহের লোকের নিকট গমন করিলে আপনাকে তাহারা পরিত্যাগ করিবেক না অবশুই পূৰ্ব্ব পদে নিযুক্ত করিবেক। আমি এই সমাচার শুনিয়া আসিতে ছ। দায়ুদ কহিলেন তুমি পুনৰ্ব্বার নীচে যাইয়া কোন লোক দ্বারা অনুসন্ধান লইয়া আইস, যদি কিছু উপকার দর্শে তবে আমি যাইয় তাহদিগের সহিত সাক্ষাৎ করিব । - মাগুম খাঁ দায়ুদের কথায় পৰ্ব্বত হইতে পুনৰ্ব্বার নামিয়া ওমরায়ে সিংহের চাকরের সহিত মিলিয়া তাহাকে সকল বিষয় জ্ঞাত করিল। সে যাইয় আপন প্রভু সিংহরাজের নিকট ঐ কথা উপস্থিত করিলে রাজা স্বয়ং গোপনে গৌড় হইতে রাজমহলে আসিয়া মাশুমখাকে কিঞ্চিৎ