পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৩১ ] ছেন, কেবল পিতৃদ্রোহী হইবেন, ইহা শুনিয়া মহারাজের হর্ষে বিষাদ झठेत्र । রাজা বিক্রমাদিত্য মহা সমারোহপূর্বক নিয়মিত কাণে পুত্রের অন্নপ্রাসন কৰ্ম্ম সমাপন করিয়া রাজা প্রতাপাদিত্য এই নাম রাগিলেন। মহারাজ ও রাজা বসন্তরায় কুমারের রূপলাবণ্য দর্শনে অতিপ্রীত হইয়া তাহাকে প্রতিপালন করিতে লাগিলেন। রাজকুমার পঞ্চমবর্ষে বিদ্যারম্ভ কবিয়া অতি অল্প দিনের মধেই অষ্টাদশ বিদ্যায় সুপণ্ডিত হইলেন। রাজা প্রতাপাদিত্য সত্যবাদী জিতেন্দ্রিয় মহযোগী ছিলেন । ইষ্ট দেবতা কালী সুপ্রসন্না হইয়া কন্যাভাবে তাহার গৃহে অবস্থিতি করিতেন ; তাঙ্গর বিরুদ্ধ দশার সময়ে সেই দেবতাই প্রতিকূল হইয়াছিলেন । ইহা নিদর্শন তাহার রাজধানীর অনতিদূরে এক মন্দির অদ্যাপি আছে তাহাতে প্রতিষ্ঠিতা, দেবীর মুখ পশ্চিমদিকে এবং ঐ মন্দিবের প্রাঙ্গণ দক্ষিণে, তাহাতে সকলে অনুমান করেন যে দেবী প্রতাপাদিত্যের প্রতি প্রতিকুলা হইয়া ঐরূপ হইয়াছেন। মহারাজ রাজকুমারের বিবাহ দিয়! কিছুকাল পরম সুখে রাজ্য করিতে লাগিলেন পরে কুমারের যেীবনাবস্থায় পরাক্রম দেখিয়া সশঙ্কিত হওত মনে২ বিবেচনা করিলেন যে আমাদিগের কুলে এক কুলাঙ্গার অসুর জন্মিয়াছে, ইহা হইতেই কুলে কলঙ্ক হইবেক সন্দেহ নাই । ইহার প্রতীকারের কোন উপায় দেখি না এই চিন্তায় সতত চিন্তিত থাকেন। রাজা বিক্রমাদিত্য এক দিবস স্নান করিতেছেন এমত সময়ে একটা চিল বাণবিদ্ধ হইয়া আকাশ হইতে র্তাহার সন্মুখে পতিত হইল। রাজা তাহার পতনকালে প্রথমতঃ চমকিত পশ্চাৎ অবগত হইলেন যে একটা বাণবিদ্ধ পক্ষী, পরে ভূতাদিগকে আদেশ করিলেন ইঙ্গাকে কে তীর মারিয়াছে, ইছার অনুসন্ধান করহ,তাহারা অনুসন্ধান করিয়া রাজসমীপে আসিয়া