পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! >\z j

এখানে সৰ্ব্ব বিষয়েতেই সুখি হইয়াছি কিন্তু এক দুঃখ স্বশ্রেণী নিকটবক্তি কেহ নাই আমার ইচ্ছা বাকলা ও আর ২ স্থান হইতে আপনারদের স্বশ্রেণী লোক সপরিবারে আনয়ন করিতে তাহারদের বসত বাস নিৰ্ব্বাহ নিম্পত্য করণের সঙ্গস্থা করিয়া দিলে এও এক বিষষ্ট সমাজ হবেক যদি অনুমতি হয তবে আজ্ঞা করিলে আমি তাহাতে প্রবত্ত হই। বিক্রমাদিত্য আজ্ঞ করিলেন এ উত্তম প্রসঙ্গ করিয়াছ ইহা অবশ্য কর্তব্য নতুবা বসতির মুখ কিছু হইতেছে না সচ্চরিত্র বিবেচক প্রিয়ম্বাদী লোক সকল স্থানে২ পাঠাও তাহারা যাইয়া আমারদের স্বশ্রেণী লোকের দিগকে আদর পূর্বক সপরিবারে আনয়ন করিয়া তারদিগের নির্বাহ নিম্পত্যের সঙ্গস্থা এবং পূরী দশ কৰ্ম্মের সঙ্গস্থ প্রচুর মতে করিয়া দেহ এবং এ বিধি প্রকার মতে পরিচয়ামুক্রমে সঙ্গস্থ কর তাহারদের আর২ যাহা২ আবশু্যক তাহ দেহ তাহারদের কারণ ইহাতে আমার বড়ই আহলাদ । অতএব রাজা বসন্ত রায় প্রিয়ম্বাদী সচ্চরিত্র সরলান্তঃকরণ প্রধাণ২ লোকেরদিগকে বাকলাদিগের স্থানেই নৌকাযোগে অর্থ দিয়া বিশেষ বিশেষণ জ্ঞাতি পাঠাইলেন তাহারা যাইয়া কাৰ্য্যের প্রতুল করিল আপনার সেই২ স্থানে তিষ্টিয়া বঙ্গজ কায়স্তেরদিগকে আদর পূর্বক আহ্বান করিয়া সপরিবারে নৌকাযোগে যশহরে পাঠইেতে প্ৰবৰ্ত্ত হইল ইহার এখানে পৌছিলে আপনি রাজা বসন্ত রায় সচেষ্টমতে ব্রাহ্মণীরদিগকে পাঠাইয়া বঙ্গজ কায়স্তের পরিজন লোকেরদিগকে সমুদায়িক লোককে প্রথক২ বস্ত্ৰ অলঙ্কারে পরিচ্ছদাম্বিত করাইয়া রম্য স্থানে বাস ও খাদ্য সমিগ্রি প্রচুর মতে দিয়া পরম সুখে রাখিতেছেন। কিছু কাল শ্রমান্তে আপনারদের অধিকারের সান্নিধ্য গ্রাম ও পরগণায়ং গতায়াত করিয়া দেখান যে স্থানে তাহারদের মনঃ প্রকাশ হয় সেই স্থানে ।