পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৪৩ ] ক্ষেপণ করেন, এক দিবস মনে২ বিবেচনা করিলেন, যে আমি এদেশে একচ্ছত্রী রাজা হইব, কিন্তু খুড়া মহাশয় বৰ্ত্তমান থাকিতে কিরূপে হইতে পারে ; তাহার মৃত্যু হইলে তৎপুত্রদিগকে রাজ্যভ্রষ্ট করিয়া একাধিপত্য করিব এক্ষণে কিছু কাল ধৈর্য্য অবলম্বন করা কর্তব্য, এই বিবেচনার পর তিনি ক্রমে২ ক্ষুদ্র২ গ্রামাধিপতিদিগকে ছিন্নভিন্ন করত প্রদীপ্ত হইতে লাগিলেন । রাজা স্থির করিলেন যে আমার ধনের আর কিছুমাত্র আকাঙ্ক্ষা নাই, যাহা হইয়াছে ইহাই যথেষ্ট এক্ষণে কিছু সৈন্য সংগ্ৰহ করিয়া একাদশ ভূপতিকে আপন বশীভুত কেন না করি ইহাতে আমি অপারক নহি । তৎকালে বঙ্গ, বেহার, উড়িষ্যা ও আশাম দেশের কিয়ৎ অংশ দ্বাদশ জন রাজার অধিকার ছিল। তাহাদিগের মধ্যে রাজা প্রতাপাদিত্য অতি প্রতাপশালী হইয়া সকলকে অধীন করিয়া রাখেন। এমত জনশ্রুতি আছে যে যশোহরেশ্বরীদেবী সদয় হইয় তাহাকে বরপ্রদান করেন তাহাতেই তাহার ঈদৃশ প্রাচুর্ভাব হয়, ঐ দেবীর মূৰ্ত্তি অদ্যাপি তথায় বিরাজমান আছে। সেই দেবী প্রকাশিত হওনের কথা লোক পরম্পরায় শুনা যায় মে রাজার প্রিয়তম বহিদ্বার রক্ষক কমল খোজা নামক মহাবল পরাক্রমশালী এক ব্যক্তি র্তাহার সমক্ষে আগমন পূৰ্ব্বক কৃতাঞ্জলি তইয়া নিবেদন করিল, মহাবাজ অবধান করুন আমি দুই তিন দিবস দেখিতেছি রাত্রি দুই প্রহরের সময় সকল লোক নিদ্রিত হইলে ঐ জঙ্গলে প্রচণ্ড অনলের ন্তায় উদ্দীপ্ত একটা আলো উদিত হয়, প্রথম দিবস অনুমান করিলাম কোন রাখাল বনে আগুন দিয়া থাকিবে, তাহাই প্ৰজলিত হইয়াছে, পর দিন প্রত্যুষে অশ্বারোহণে তথায় যাইয়া দেখিলাম বন পূৰ্ব্ববৎই আছে বরং অধিকতর সতেজ, প্রত্যহ এইরূপ দেখিতেছি মহারাজ আমার অসম্ভব কথায় অবহেল করিবেন এতদ্ভয়ে নিবেদন করি নাই ।