পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)న ] তাহাদেরই পুরী নিৰ্ম্মাণ করিয়া দেন এবং ভরণপোষণ উপযুক্ত ভূমি মহাত্রাণ দিয়া গৌরবে তাহারদের স্থিতি করিয়া দেন এই মতে অনেক২ বঙ্গজ কায়স্ত পূৰ্ব্বদেশ ত্যাগ করিয়া যশহরে আসিয়া সম্লান্ত হইলেন। ( ২৪ ) ব্রাহ্মণশ্রেণী ও আর ২ কায়স্তগণও আনয়ন করিলেন ঢাকা অবধি হালিসহর পর্য্যন্ত এই ২ সমস্ত স্থানে ২ ব্রাহ্মণ কায়স্ত বৈদ্য নানা উত্তম বঞ্জের বসতি হইল মহারাজা বিক্রমাদিত্য সমাজপতি যশহর মহাসমাজ হইল (২৫ ) এমত সমাজ আর বাঙ্গালায় কখন ছিল ন৷ এ সমস্ত লোকের প্রধান২ বিজ্ঞগণ সমস্তই রাজসভায় সম্ভাষন্ধপে থাকিতেন কেহ২ ব: আপন বাটীতে থাকিতেন। মহারাজা এই২ সমস্ত গ্রামে২ চৌবাড়ী ও পাঠসালা মকতবখানা ও আর২ বিষ্ঠা অভ্যাসের স্থান নিৰ্ম্মাণ করিয়া ও উপযুক্ত পাত্র অধ্যাপক ও আর২ লোকেরদিগকে নিযুক্ত করিয়া দিলেন এ সব লোকেরদের বালকেরদের বিদ্যা অভ্যাসের কাবণ এই মতে সমস্ত মুর্থ লোক বিদ্যান্ত হইলেক সৰ্ব্বাধ্যক্ষ রাজা বিক্রমাদিত্য এ সমস্ত লোকেরদিগকে আপনার মত রাজভোগে পরিতোষ করিয়া পরম সুখে প্রতিপালন করেণ ইহারদের পরিজন লোকের ভরণ পোষনার্থের থরচ পত্র মাস ২ তত্ত তল্লাস করিয়া দেন যে কোন ক্রমে কেহ দুঃখ না পায়। নিজাধিকারের মধ্যে পরগণা পরগণায় রম্যস্থানে দেবালয়ের স্থাপনা করিয়া অতীত অভ্যাগত লোকেরদেরও উত্তরণের স্থান ও তাহারদের সিদ৷ দেওনের ভাণ্ডার ও কাঙ্গালি লোককে মাস২ খয়রাত দেওনের উপযুক্ত অধ্যক্ষ নিযুক্ত করিলেন ইচ্ছা যে কোন ক্রমে কাঙ্গালি লোক দুঃখ না পায় এই মত রাজ্য করিতেছেন। মহারাজার সন্তান কিছুই হয় না ইহাতে সকলেই ক্ষোভিত নান প্রকার দৈব ক্রিয়া করেণ পরে পুত্রকাম্য যজ্ঞ করিলে মহারাজার সন্তান