পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8७ ] হইয়া পতিত আছে পরে তাহাকে প্রকৃতিস্থ করিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে পড়িয়া আছ কেন ? সে কহিল মহারাজ আমি ইহার কিছুই জানি না, কেবল সেই তেজঃ দেখিতেছিলাম এই মাত্র স্মরণ হয়। রাজ কহিলেন ভালই এক্ষণে আমার সহিত আইস সিন্দুক কোথায় আছে দেখি গিয়া। দুই জনে তৎক্ষণাৎ সিন্দুকের নিকট যাইয়া দেখিলেন তাহ খোলা রহিয়াছে মৃত বালক তাহার মধ্যে নাই । রাজা থোজাকে জিজ্ঞাসা কবিলেন তুমি সেই রাখালের বাট কোথায় জান ? সে উত্তর করিল ৷ মহারাজ জানি, তাহার পিতার গৃহ এই গড়ের অতি নিকট। রাজ ঐ খোজার সহিত শীঘ্র তাহার বাটতে যাইয়া উপস্থিত হইলেন এবং দেখিলেন গৃহের দ্বার খোলা কিন্তু সকলে নিদ্রিত আছে। খোজা উচ্চৈঃস্বরে ডাকিতে২ সেই বালকের পিতা জাগৃত হইয়া দেখির মহারাজ দ্বারে দণ্ডায়মান আছেন। সে অতিত্রস্ত হইয়া সবিনয়ে কহিন্তে লাগিল মহারাজ আমার কি অপরাধ হইয়াছে ? এ ঘোরতর নিশা সময় এ দুঃখির কুটারদ্বারে মহাশয় স্বয়ং উপস্থিত কেন। রাজা কহিলেন কিছু ভয় নাই তোমার সেই পুত্ৰটী কোথায় ? রাজার এই কথা শ্রবণ মাত্রে বাণকের পিতা ক্ৰন্দন করিতে২ উত্তর করিল মহারাজ আব কেন কাটা ঘাঘ লোণের ছিটা দেন, সে মহাশয়ের সিন্দুকের মধ্যে নিদ্রা যাইতেছে। বাঙ্গ কহিলেন ভালোই একটা প্রদীপ জালিয়া দেখ সে তোমার গৃহে শয়ন করিয়া আছে। সে দীপ প্রজালন করিয়া দেখিল বালক স্বীয় জননী ক্রোড়ে নিদ্রা যাইতেছে। রাজা ঐ বালক ও তাহার পিতাকে সেই সম আপন ভবনে আনয়ন করিলেন । রাজা প্রতাপাদিত্য পর দিন প্রাতঃকালে সভাস্থ হইয়া সেই বালককে সমস্ত বিবরণ জিজ্ঞাসা করিলেন, সে উত্তর করিল, মহারাজ আমরা সকল রাখালে একত্র হইয়া বনের ফল পুষ্প আহরণ পূর্বক কালী পূজা আরম্ভ