পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २88 ] ** পারি না। র্তাহার তুল্য রাজা হিন্দুস্থানে কি অন্ত প্রদেশে কোন স্থানেই নাই । তথায় শুনিয়াছি এক দিবস রাজা প্রতাপাদিত্য কল্পতরু হইয়াছিলেন, রাজা মহিষী সহ সিংহাসনে উপবিষ্ট হইয়া যে যাহা যাদ্ধা করিতেছে তাহাকে তাহাই প্রদান করিতেছেন, ইত্যবসরে মধ্যাহ্ন সময়ে এক ব্রাহ্মণ আসিয়া গজার সাত্বিক দান কিনা তৎপরীক্ষার্থ কহিলেন, মহারাজ আমি আর কিছুষ্ট’ প্রার্থনা করি না ; কেবল এই মহিষী আমাকে প্রদান করুন ; ইহার রূপ লাবণ্যে মোহিত হইয়াছি। রাজা তৎশ্রবণে ক্ষণমাত্র বিলম্ব না করিয়া কহিলেন রাজ্ঞি অদ্য তোমাকে ব্রাহ্মণ হস্তে সমর্পণ করিলাম, তুমি অকিঞ্চিৎকর সংসার থে বিমূগী হইয়া ঐ ব্রাহ্মণের শুশ্রীষণপরা হইয়া থাকহু, অন্তে পরম সুখলাভ কলিতে পরিবে। মহিষী তৎক্ষণাৎ সিংহাসন হইতে গাত্রোথান করিয়া ব্রাহ্মণ সমীপে দণ্ডায়মান হইয়া কহিলেন, অদ্য প্রভৃতি আমি মহাশয়ের অধীন হইলাম, যথায় ইচ্ছা আমাকে লইয়া চলুন। তদশনে সভাস্থ ‘কলে চমকিত হইয়াছিলেন। ব্রাহ্মণ রাজার দানে পরিতুষ্ট হইয়া আশীৰ্ব্বাদ পূর্বক কহিলেন, মহারাজ ইষীতে আমার প্রয়োজন নাই আপনার সাহস পরীক্ষার্থ ঈদৃশ অসম্ভব প্রার্থনা করিয়াছিলাম, আপনি ইহঁকে লইয়া পরমসুপে রাজ্যশাসন করত প্রজাদিগের হিতাহিত চিন্তা করুন। রাজ কহিলেন আমি দত্তাপহারা কন হইব ? মহাশয় ইহাকে গ্রহণ করুন। পরে ব্রাহ্মণের আগ্রহে ধিত হইয়া মহিষীর সমস্ত আভরণে ভূষিতা তদীয় হিরন্ময়ী মূৰ্ত্তি ব্রাহ্মণকে দান করিয়া রাজীকে গ্রহণ করেন। ব্রাহ্মণ ঐ সমস্ত দ্রব্য সভাস্থদিগকে তরণ করিয়া গমন করেন । অতএব তাহার সমান এ জগতে র কে, আছে? বাদশাহ ভাট মুখে এইরূপ রাজা প্রতাপ