পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७8 } প্রতাপাদিতের পতনের পর তাহার ধনরত্নাদি আকবর বাদসাহের নিকট নীত হয়। কিন্তু তৎকালে জাহাঙ্গীর যে বাদসহ ছিলেন, তাহাতে কিছুমার সন্দেহ নাই। তর্কালঙ্কার মহাশয় জাহাঙ্গীরের সিংহাসনারোহণের কথাও পূৰ্ব্বে উল্লেখও করিয়াছেন। তর্কালঙ্কার মহাশয়ের গ্রন্থে স্থলে স্থলে দৃষ্ট একটি নুতন কথা আছে। তাহার কোন বিশেষত্ব না থাকায় আমর তাহার আলোচনায় ক্ষান্ত রহিলাম ।