পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१> ] দৈব বল কিছু বুঝি আছয়ে তোমার। এত দ্রব্য যোগাইতে শক্তি আছে কার ॥ মানসিংহে বিশেষ কহেন মজুদার। অন্নপূর্ণ বিনা আমি নাহি জানি আর ॥ মানসিংহ বলে তার পূজার কি ক্রম । কহিলেন মজুদার যে কিছু নিয়ম। অন্নপূর্ণাপূজা কৈলা মানসিংহ রায়। দূর হৈল ঝড় বৃষ্টি দেবীর কৃপায় । মানসিংহ গেলা মজুদারের আলয়। দেখিলা গোবিন্দ দেবে + মহাননাময় ॥ আসরফী বস্ত্র অলঙ্কার আদি যত । দিলেন গোবিন্দ দেবে কব তাহ কত ॥ মজুদার সে সকল কিছু না লইল । ব্রাহ্মণ পণ্ডিতগণে বিতরিয়া দিলা ॥ ইতঃপর শুন সবে ভারত রচিল । সৈন্ত লয়ে মানসিংহ যশোরে চলিলা ॥ মানসিংহের যশোর যাত্রা । ধ। ধর্ণ গুড় গুড় বাজে নাগার । বাজে রবাব মৃদঙ্গ দোতারা ॥ পয়দল কলবল ভূতল টলমল । সাজল দলবল অটল সোয়ার ।

  • ভবানন্দের ভবনেও এক গোবিন্দদেব ছিলেন ।