পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8 ] করিয়া কাতর হইলেন কিন্তু স্বৈকারও করিলেন জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজাল আজ্ঞা । দুই ভ্রাত একতাতে কুমার বাহাদুরকে আনাইয়া মহারাজ আজ্ঞা করিলেন শুন আমারদের সদর তাহুত উকিলেরা কায করিতেছে কিন্তু আমার চিত্ত সদা সৰ্ব্বদা ওসোয়সমান থাকে চিত্তের উদ্বেগ মিটেন । এখন আমারদের মত খরচ পত্রের সচ্ছন্দ মত নহে উকিলেল খরচ পত্রের বাহুল্য করে। আপনার জনেক হেন্দোস্থানে থাকিলে হেম্মতও হয় এবং খরচ পত্রের এতেক বাহুল্য হয় না অতএব সেখানে জনেকের যাওনের অবশ্যক। তাহাতে ছোট ভ্রাতা বিদেশে গেলে এখানকার কার্য্য তোমা দিয়া নিৰ্ব্বাহ হয় না অতদূরে তাহার বিদেশ যাত্রা কোন ক্রমে সস্তবে না। তুনি এখানে থাকিলে ভাল কিন্তু না থাকিলেও রাজকাৰ্য্যের আটকও হয় না এবং শুনা যাইতেছে সেখানে আপনারদের অনেক শত্রপক্ষ লোকের বিপক্ষতা করণের উদত্ত। এ সময় আপনার জনেক তথায় না থাকিলে উপদ্রব হবার আটক হবেক না এবং সেখানেও একজন ক্ষমতাপন্ন লোক চাহি আর কাহ দিয়া আমার বিশ্বাস হয় না। অতএব তুমি শুভক্ষণে দিল্লিতে যাত্র কর্য আর বাজ অমুচিত। রাজা প্রতাপাদিত্য আপনি বড় সাহসী লোক পিতৃ আজ্ঞ স্বৈকাব করিল কিন্তু মনে ২ বুঝিল রাজা বসন্ত রায় চাতুৰ্য্য করিয়া তাহাকে বিদেশে পাঠান ইহাতে প্রকাশ কিছু করিল এমন নহে কিন্তু সর্পবং হইয়া থাকিল। (৩১ ) রাজা বসন্ত রায় থাকিয়া জৌতিষিকেরদের সহিত বিবেচনাপূর্বক শুভলগ্ন ক্রমে দিন নিরূপন করিয়া কুমার বাছাদুরকে যাত্রা করাইয়া দিল্লিতে প্রস্থান করাইলেন নৌকাযোগে গতি হইল একজাই বিংশতি নৌকা হামরা গেল এবং এক শত লোক ও রাজা বসন্তরায়ও শোকিত অন্তঃকরণে পদ্মার মোহানা