পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৫৪ ] মানসিংহ দশহাজার রাজপুত, দশ হাজার আফগান ও দশ সহস্ৰ তুরস্ক সৈন্তসহ বঙ্গীয় সৈন্তের প্রতি ধাবিত হইয়া পূৰ্ব্ব দেশীয় সম্ভেব অধিপতি রঘুকে দশ হাজার সৈন্যসহ নিহত করিয়া বঙ্গেশ্বরের প্রতি ধাবমান হইলেন। সূৰ্য্যকান্ত তাহার গতিরোধ করিলেন । মহারাজ প্রতাপাদিত্য পাৰ্ব্বতীয় সৈন্য ও ঢালীগণ সমভিব্যহারে মানসিংহকে আক্রমণ করিলেন, পাৰ্ব্বতীয় সেনাগণ বৃহমধ্যে প্রবেশ করিয়া দশ জন আমীর সঙ্গ দশ হাজার সেনা বধ করিল। তদর্শনে মানসিংহ ভীত হইয়া সমরাঙ্গন পরিত্যাগ করিয়া আত্মরক্ষার্থ পলায়ন করিলেন। সন্ধ্যা সমাগত দেখিয়৷ বঙ্গাধিপ জয়বাদ্য বাজাইয় আপন মন্দিরে আগমন করিয়া সন্ধ্যাদি সমাপন পূৰ্ব্বক পাত্র মিত্র সহ দূতক্রীড়া করিতে লাগিলেন। তৎকালে এক দরিদ্র বৃদ্ধ রমণী তাহার নিকট উপস্থিত হইয়া উচ্চৈঃস্বরে ভিক্ষ চাহিতে লাগিল, প্রতাপাদিত্য তাহার কর্কশধ্বনি শুনিয়া ঘাতককে তাহার স্তনদয় ছেদন করিতে আদেশ দেন। ঘাতক তাহাকে শ্মশানে লইয়া গিয়া তাহার স্তনদ্বয় ছেদন করিয়া দেয়। তৎপরে তিনি অন্তঃপুরে আগমনপূৰ্ব্বক অঙ্গনে উপবিষ্ট হইলেন। স্ত্রীগণ র্তাহাকে স্বর্ণদণ্ডযুক্ত চামরের দ্বারা বাতাস করিতে লাগিল , তিনি মহিষীর সহিত ক্রীড়ায় প্রবৃত্ত হইলেন। ইত্যবসবে এক মুন্দরী যুবতী অলক্ষিতভাবে তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, ছে বঙ্গেশ্বর মহারাজ ! আমি দরিদ্র ও ব্রাহ্মণকুলোদ্ভূত, আমাকে ভিক্ষ দিন। রাজা মধুপানে মত্ত ছিলেন। সুতরাং তিনি বলিলেন ;-রে ষ্টে এই গভীর রাত্রিতে তুই কেলিমন্দিরে আসিয়াছিস কেন ? এমন সময়ে ভিক্ষ চাহিতে কেহ যায় না। রে পাপিয়সী! তুই ধৰ্ম্মচ্যুত হইয়া ভিক্ষার ছলে রাত্রিযোগে কি নিমিত্ত পরিভ্রমণ করিস। পতি পুত্র পরিত্যাগ করিয়া কামবিহ্বল হইয়া তুই ভিক্ষাচ্ছলে ভ্রমণ করিয়া থাকিস। শীঘ্র আমার সম্মুখ হইতে যা, নচেৎ সমুচিত ফল পাইবি। ছুশ্চরিত্রা স্ত্রীর সহিত