পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ૭?c ] বাক্যালাপও নিষিদ্ধ, শীঘ্ৰ তুই আমার রাজ্য হইতে চলিয়া যা। ঐ রমণী হাসিয়া বলিলেন, শক্তি ও স্বী ভিন্ন নহে, তুমি অদ্য দরিদ্র স্ত্রীর স্তন ছেদন করিয়াছ । আমি সৰ্ব্বভূতে শক্তিরূপে অবস্থিতি করিতেছি । তোমার সহিত আমার যে প্রতিজ্ঞ ছিল, তাঙ্গ পূর্ণ হইল। অতএব তোমাকে পরিত্যাগ করিয়া চলিলাম। এই বলিয়া তিনি অন্তর্তিত হইলেন । রাজা এতদর্শনে বিস্মিত হইয়া বুঝিতে পারিলেন যে, এই ঘটনা মহামায়ার ছলনা মাত্র। র্তাহার মৃত্যু আসন্ন ও রাজ্যের বিপদ উপস্থিত জানিয়া তিনি কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইলেন। তাহলে পল চিন্ত কবিলেন, জীব নিত্য কিন্তু কৰ্ম্মস্থত্রে আবদ্ধ। তজ্জন্ত তাঙ্গর বালম্বর দেহান্তর প্রাপ্তি, ও সে ব্যক্তাব্যক্তরূপ ধারণ করে । কৰ্ম্মই স্বর্গ, নবক ও মোক্ষ এবং তদ্বারাই স্বর্গ ও নরক সৃষ্ট হইয়াছে। সৎকৰ্ম্মই স্বর্গ, তাহাব ফল সৎকীৰ্ত্তি । যিনি সৎকীৰ্ত্তি স্থাপন করেন তিনিই অমর । দুধৰ্ম্মই নরক, তাহার ফল দুৰ্গতি এবং ঘিনি দুষ্কৰ্ম্ম করেন তিনি মৃত্যু প্রাপ্ত হন। কন্মের জীবন শাস্ত্র, ধৰ্ম্ম তাহার দেহ, সদ্‌গুণ তাহার ইন্দ্রর এবং জীবই তাহাব আত্মস্বরূপ · অনিত্য দেহভোগের জন্ত ধৰ্ম্ম ত্যাগ করিব কেন ? রাজপায় পরিত্যাগ করিয়া শত্রুর দাসত্ব করিব কেন ? যখন জগৎসমূহ জলবিম্বের স্থায় তখন যুদ্ধ করিয়াই সমরঙ্গণে প্রাণত্যাগ করিব । তিনি এইরূপ স্থির করিয়া যোগমন্দিরে গমনপূৰ্ব্বক সমাহিত হইলেন। সমরে পরাজিত হওয়ায় মানসিংহ বিস্মত হইয়া পরামর্শ করিবার নিমিত্ত কচুরায়কে আনাইয়া বলিলেন,—হে বাঘল ! আমি কাবুল ও মল্লদ্বীপ জয় করিয়াছি। আমার বীরত্বে ভারত সৰ্ব্বদা কম্পিত, তথাপি কৰ্ম্মদোষে বঙ্গদেশে পরাজিত হইলাম। আমার অৰ্দ্ধ অক্ষৌহিণী সেনা বিধ্বস্ত,মুশিক্ষিত সেনা ও সেনানীগণ নিহত হইয়াছে। এক্ষণে বীর নাই, সেনানী নাই, রথী নাই। অতএব বঙ্গে আমার মৃত্যু ইবে ইহা বিধাতা কর্তৃক লিখিত হইয়াছে। বঙ্গাধিপ যুদ্ধবিশারদ,