পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७१० ] কিন্তু হায় কীট-সম তুচ্ছ এক নর, করিল আমার অপমান ঘোরতর। শ্লোক পাঠ করিয়া মহারাজ প্রতাপাদিত্য এবং অবিলম্বসরস্বতী ও অন্যান্ত সভাপণ্ডিতগণ চমকিত হইয়া উঠিলেন। মহারাজ স্ত্রীলোকের স্তন কৰ্ত্তন করিয়াছিলেন, তাই আজ ভগবতী যশোরেশ্বরী তাহার প্রতি বিষম বিরূপ হইয়াছেন । অবিলম্ব সরস্বতী-কৃত ২টা মাত্র সংস্কৃত কবিতা পাওয়া গিয়াছে। মহারাজ প্রতাপাদিত্যের দান, যশঃ ও প্রতাপ বর্ণন লইয়াই এই দুইটী শ্লোক রচিত – ( २) দানায়ুসেকশীতার্তা যশোবসনবেষ্টিতা। ত্রিলোকী তে প্রতাপার্কং প্রতাপাদিত্য সেবতে ॥ শুন হে প্রতাপাদিত্য রাজন প্রবল, তব দান-জল-ধারা পরম শীতল। যে কেহ তাহারে নিজ অঙ্গে পরশিল, থর থর করি শীতে কঁাপিতে লাগিল । তাই তব যশোবস্ত্র দেহে জড়াইয়া এত শীত কিসে যাবে, দেখিল ভাবিয়া,— দেখিল উপায় এক সবে অতঃপর,— তোমার প্রতাপ-স্বৰ্য্য মহা খরতর। ত্রিলোকের লোক তাই শীত-নাশ তরেআশ্রয় ল’য়েছে তায় প্রফুল্ল অস্তুরে!