পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৮৪ ] বর্তমান সময়ে অট্টালিকাশ্রেণীর মধ্যে দুই একটির চিহ্ন আছে। তন্মধ্যে টেঙ্গ মসজীদ প্রধান, ইহা ১৫০ ফুট দীর্ঘ ও পঞ্চ গম্বুজযুক্ত। তদ্ভিন্ন দূর্গ, অন্ধকূপ ও দুই একটি ইষ্টক নিৰ্ম্মিত অট্টালিকাও আছে, এবং মন্দিরে যাইবার একটি তোরণের চিহ্ন আছে। ইহাই দেবী কর্তৃক মন্দির পরিবর্তিত হইবার পূৰ্ব্বে বিদ্যমান ছিল। নকীপুর পরগণায় অনেকগুলি খাল আছে। যশোর বাজারের সাৰ্দ্ধমাইল পূৰ্ব্বে কদমতলী হইতে আটিয়া ও নবুকী (নববক্রী) খাল দিয়া পূৰ্ব্বদিকে খোলপেটুয়া নদী পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা যাতায়াতের একটি পথ আছে। এই পরগণায় ১০টি হলকা ও ১৩টি গ্রাম আছে। ৬-১৯ বর্গ মাইল ইহাব পরিমাণ, এবং প্রতি বর্গ মাইলে ১২২ জন ও প্রতি বাটতে ৪১ জন লোক বাস করে। নুরনগর পরগণায় ইহার দুইটা হলকা আছে, এবং ইহাতে ধুলিয়াপুর ও টাল পরগণায় এক একটি হলকা আছে।