পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৩ ] পাটিতে কেবল এক২ দ্রব্য পবিপূর্ণ কয়াল লোকের ডালা পসরা ধরিয়া জিনিস পত্র ওজন করিতেছে তাহার এক ভিতেতে পসারির দোকান সহস্রাবধি । কোন দিগে চালু ধান বহুবিধ ভূষি বস্তু বিকিকিনি হইতেছে ডালি হারার পটি এক দিগে । কোন স্থানে নানা চিত্র বিচিত্র বস্ত্র। কোন ঠাই কাসারিহাট । কোন এক দিগে কামারহাট সকলেই আপন২ স্থানে বসিয়া নিজং জিনিস বিক্রয় করিতেছে। কোন দিগে জওহরিদের দোকান তাহাতে মুক্ত প্রবাল মণি চুনি রকমে২ বহুমূল্য প্রস্তর। কোন স্থানেতে হালইকরের মিষ্টান্ন পৰ্কাল্প বেচিতেছে। গোপগণের কোন দিগে দধি দুগ্ধ যাচয়মান হষ্টয়া বেচিতেছে মাক্ষন ও লবণ খিব ও সর ছানা দোকানে১ প্রস্তুত। কোন দিগে গোয়ালিনীরা বলিতেছে আমার এ আচ্ছা দধি আসিয়া কিন ইহা । তৈল ঘৃত লবণ কেন ২ স্থানে। কোন দিগেতে দোকানে মৎস্ত পরিপূর্ণ। কোন ২ পটিতে কেবল মুদিখান। দোকান। কোন স্থানে চিনি ও মিছিব পারখানা । কোন স্থানেতে নানা জাতি ফল বিক্রি হইতেছে। আর এক স্থানে চিনাদি বন্দ্রীয় দ্রব্য। কোন ভাগে সুড়িগণের দোকান। কোন স্থানে তামাক গাজী ভাঙ্গ চবস বিক্রি হইতেছে। এক দিগে শাখারিগণ শঙ্খ তৈয়ার করিতেছে। কোন স্থানে ছুতার লোক দোকান করিয়াছে কাষ্ঠের নানামত সমিগ্রি প্রস্তুত। কোন ভাগে পাথর কাটারদের দোকান। কোন স্থানে সুবঃ বণিকেরা দোকানে বসিয়াছে তাহারদের কেহ ২ টাকা মোহর বদলাই করে কেহ ২ কড়ি বেচে কেহ ২ কেবল সোনা রূপা । সোনা ও রূপার বাসন কোন স্তানে থরে ২ রাখিয়াছে। কোন স্থানে পশিমীয় ਬਕੈਂ দোকান দিয়াছে বহুবিধ জিনিস তাহারদের দোকানে সাল পামর বনাত পুঁটু ভোট কম্বল জমাট ইত্যাদি বস্তু রকমে ২। শাদা থান পাটনাইয়া ঢাকাই মালদহিয়া