পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ 8०७ ] ১• । এই সমস্ত ঘটনাব সময় এইরূপে নির্দিষ্ট হয় যে, আজিম খাঁ ১৫৮২-৮৪ খৃঃ অব্দ পয্যন্ত বঙ্গদেশের শাসনকৰ্ত্তা ছিলেন, এবং মানসিংহ ১৫৮৯ খৃঃ অদ হইতে ১৬০৬ খৃঃ অদ পয্যন্ত বঙ্গদেশে বাদসাহী সেনাব নেতাস্বরূপ অবস্থিতি করিয়াছিলেন। ১১। প্রতাপাদিত্যেব অধিকারে যে বাজা ছিল, পববৰ্ত্তীকালে তাঙ্গ যশোর নামে অভিহিত হয় । এই সমস্ত প্রদেশ যে ফৌজদারেব অধীন ছিল, তিনি কপোতাক্ষনদীতীরে মির্জানগবে অবস্থিতি কবিতেন ও যশোরের ফৌজদার নামেই অ ভঙ্গিত হইতেন । বৰ্ত্তমান যশোব জেলাল সীমা প্রতাপাদিত্যের সময়েব সীমা অপেক্ষা পরিবর্তিত না ইষ্টলেও, ইস্তাব সদৰ ষ্টেশন মুরলীতে স্থানান্তরিত হয়, পরে তথা ইষ্টতে কশব বা বর্তমান যশোরে স্থাপিত হইয়াছে। যেখানে আদালত ও কাছাৰী অবস্থিতি কবিত, তাঙ্গকেই যশোর বলিত। বৰ্ত্তমান যশোব জেলা প্রতাপাদিত্যের বাজ অপেক্ষ দূবে অবস্থিত। ৭৮৬ খৃঃ হইতে অব্দ অর্থাৎ চহার স্থাপনাবধ ইহার সীমার এত পরিবর্তন হইয়াছে যে প্রাচীন যশোব বাজা যতদূর বিস্তৃত ছিল, এক্ষণে তাহার অৰ্দ্ধাংশ মাত্র যশোর জেলার মধ্যে অবস্থিত।