পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ రిల ] বালাখান তাহাতে পৃথক ২ স্থানে বেস মূল্য সামিগ্রির মহাজন লোকের দোকান। বহুমত প্রকার বস্তু সেখানে বিক্রি হয় । যদি সে পূরে প্রবেশ করিতে চাহ তবে শুন তাহার পথ এই ২দিগে। পূৰ্ব্ব দ্বার পূরী। তাহার মধ্যে প্রবেশ করিলে প্রথমত উত্তরবাহিনী হইয়া সে পথের সীমা পৰ্য্যন্ত যাইও পরে পশ্চিম মুখে যাইয়া দক্ষিণ মুখে হইবা । তাহার অৰ্দ্ধ পথ গেলে দ্বার পাইবা সে দ্বিতীয় দ্বার সিংহদ্বালেবি মত। পূৰ্ব্বমুখ হইয়া তাহার মধ্যে প্রবেশ করিয়া দেখিবা পূৰ্ব্বমত সহব বাজার চৌদিগে ছেমহলা শোভা পায়। পরে উত্তর দিগে গতি কবিয়া পথ না পাইলে পূৰ্ব্বমুখে যাইও । দক্ষিণ মুখে অৰ্দ্ধপথ গেলে আর এক দ্বার পাইবা সে দ্বার ও সিংহদ্বারের তুল্য। পশ্চিম হইয়া তাহার মধ্যে প্রবেশ করিলে দেখিবা এক দিব্য চক। অতি শোভান্বিত চক চিনাব ভাস্করেরা তাহার চুনকামকারক। চকের চারিদিগে স্ফটিকের বেদি। ইহাতে সে স্থানে তেজস্কর ঝিকমিক করে। মধ্যেস্থলে নানা বঞ্জের প্রস্তরে রচিত এক উচ্চইতর দিব্য মঞ্চ তাহাব উপরে শ্ৰীমূৰ্ত্তির বার হয় বিশেষত পৰ্ব্ব উচ্ছবের সময়ে গোবিন্দদেব (৪৬) তাহার উপরে বিবাজমান হএন । চকেতে প্রবেশ করিয়া বামদিগে গতি করিও কতকদূর এই মতে গেলে দ্বার দৃষ্টি হইবেক সে দ্বার ও বৃহত দ্বার সিহ দ্বারের ন্যায়। নওবখতান ঘড়ি ও ঘণ্ট ঘর সমস্তই একি সিংহদ্বারের মত কেবল এ দ্বারের দ্বারপালের রাজপুত নতুবা আর কিছু বিভেদ নাই সিংহদ্বার হইতে। সে দ্বারে প্রবেশ করিয়া পশ্চিম মুখ হইয়া কতদূর গেলে সন্মুখে এক বিলক্ষণ দরজা পাইলে পশ্চিম মুখে সে দ্বারের মধ্যে প্রবিষ্ট হইয়া উত্তর মুখ হইয়া ডাণ্ডাইও তাঁহাতে সন্মুখে অতি সান্নিধ্য এক দ্বার পাবা তাহার মধ্য দিয়া গেলে পশ্চিম দিগে কতদুর যাইও । ডানিদিগে দ্বার পাইলে উত্তর মুখে হইয়া তাহাতে পসিও। তৎপরে