পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88, J গণের অধ্যক্ষ ছিলেন। তিনি ফ্রান্সিস ফার্ণাণ্ডেজ ও ডমিনিক সোসা নামক দুইজন পাদরীকে বঙ্গদেশে প্রেরণ করেন। পর বংসর মেলসিওর কনসেক ও এণ্ড বাউয়েস নামে আর দুইজন পাদরীও প্রেরিত হন। পাইমেন্ট। তাহাদিগকে এই বলিয়া প্রেরণ করেন যে, তাহারা প্রথমতঃ কোন নিরাপদ স্থানে অবস্থিতি করিয়া সমস্ত বিষয় ধীর ভাবে বিচার করিবেন ও স্থানে স্থানে উপস্থিত হইয়া ধৰ্ম্মোপদেশ দানে রত হইবেন। পাদরীগণ বঙ্গদেশে উপস্থিত হইয়া ধৰ্ম্মপ্রচারের সুব্যবস্থা দেখিতে পান। কেবল যে পৰ্টুগীজগণ তাহদের উপদেশ শ্রবণে ইচ্ছুক হইয় তাহাদিগকে সাহায্য করিতে প্রস্তুত হইয়াছিল তাহা নহে, কিন্তু কোন কোন হিন্দু রাজাও র্তাহাদিগকে গির্জ ও র্তাহীদের বাসস্থান স্থাপনের জন্ত ও র্তাহাদিগের প্রজাগণকে খৃষ্ট ধৰ্ম্মগ্রহণের অনুমতি দেন । দ্বিতীয় খণ্ডে লিখিত হইয়াছে যে, প্রথম পাদরীদ্বয় প্রথম হইতেই তথায় ছিলেন। র্তাহারা অধ্যক্ষ পাইমেণ্টাকে যে পত্র লেখেন তাহা হইতে এ স্থানে কিছু উল্লেখ করা ইতেছে। প্রথম পত্ৰখানি ১৫৯৯ খৃঃ অব্দের ২২ এ ডিসেম্বর ফ্রান্সিস ফণাণ্ডেজ লেখেন । তাহতে এইরূপ লিখিত ছিল। কাহাল্প হইতে যাত্রা করার পূর্ব বৎসরে আমরা ডায়াঙ্গ নামক নগরে অবস্থিতি করিয়াছিলাম। ডায়াঙ্গা চট্টগ্রাম বন্দের অবস্থিত । এই স্থানে ভারতে আগত সমস্ত জাহাজ নঙ্গর করিয়া অবস্থিতি করে। তথায় আমি এতদ্দেশীয় ও পৰ্টুগীজদিগকে ধৰ্ম্ম সম্বন্ধে নানারূপ উপদেশ ও ব্যবস্থা দিয়াছি। আমি শ্ৰীপুরের অধিবাসীদিগের নিকটও ধৰ্ম্মোপদেশদানে প্রতিশ্রত হইয়াছিলাম। যে সমস্ত ভদ্রলোক পেগু অভিমুখে যাত্রা করিবেন, ডমিনিক সোস। তঁহাদের পাপ স্বীকার শুনিয়া ব্যবস্থা দিতে আদিষ্ট হইয়াছেন। আমি গুড ফ্রাইডে ও রবিবারে শ্রীপুরে ধৰ্ম্ম প্রচার করিয়াছি । ব্যাণ্ডেলের