পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ৩৯ ] অনেক২ জস্ত্র তথায় আছে। কোন দিন নৃত্য দেখিতে মহারাজ আসনে বাণীগণের সহিত আগমন করেন । সে পুরের দক্ষিণ পশ্চিমে গেলে পুন দ্বার পাবা বৈঠকখানা পুরী তাহার নাম । এবং মহারাজার জল পানীয় সমিগ্রি সেই স্তানে থাকে তাহার অজ দক্ষিণে দ্বার সে মহারাজার ইষ্ট পূজার স্থল। সে পুরীর পশ্চিমে যে দ্বার সেই অন্তঃপুর যাওনের পথ । তাহার মধ্যে যাইয় প্রথমত দেখিবা । দিব্য দ্বাররক্ষক নপুংসকগণ অনেক নপুংসক সেই দ্বার রক্ষা করে। মহাবলবান তারা যমে নাহি ডরে। সে দ্বার পার হইয়া গেলে অন্তঃপুরে পসিয়া বামে দ্বার। দক্ষিণ মুখ হইয়া সেই দ্বারে প্রবেশ করিও পরে পশ্চিম মুখে পুন: দ্বার তাহ দিয়া যাইও উত্তর মুখ হইয়া। অৰ্দ্ধ পথ গেলে সে ঘরের দ্বার পাইবা । উত্তর দক্ষিণ দিঘল চৌমহল সে ঘর। তাহার সৰ্ব্ব উপরে মহারাজার রহিবার স্থল। ছেমহলে অবধি নিচে আর২ লোকের ঘরের পশ্চিমে এক লম্ব দোমহল ঘর তাহাতে আর২ দ্রব্য জাতি থাকে। তাহার উত্তর ভাগে রসইশাল । বসইশালার পশ্চিম দিয়া পুষ্কর্মির পথ। বড় ঘরের নিজ দক্ষিণেই অনদরের বাজে লোকের সেতখন আর২ সেতখানা দোমহল ছেমহল চেমহল মহল মহলায়তেই আছে। এই২ মত ধুমঘাটের পুরী । (৪৮) এথা পুরী তৈয়ার হওনের পূৰ্ব্বে রাজা বিক্রমাদিত্যের পরলোক (৪৯) ইষ্টমাছে তাহার শ্রাদ্ধাদি ক্রিয়া সম্রাটপূৰ্ব্বক সমাপন করিয়াছেন এই মত কতক কাল গত হয়। এক দিবস রাজা প্রতাপাদিত্য রাজা বসন্ত রায়ের গনে করপুটে কহিলেন খুল্লতাত মহারাজা আজ্ঞা হয় করিতে ধুমঘাটের পূৰ্বীপ গৃহপ্রবেশ এবং এ দাসকে রাজ্যে প্রতিষ্ঠিত করেন । (৫০) ইহতে পিঠ রায়-বিবেচনা করিলেন এখন দাদার কাল হইল। এই দুরন্ত অনুর