পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8t. J হইয়া থাকে। * এই সময়ে বঙ্গদেশে খৃষ্টানগণের প্রতি নিৰ্য্যাতন আরম্ভ হওয়ায় তাহাদিগকে এই স্থলে আনয়ন করার জন্ত পর্ট গীজগণের প্রয়োজন হইয়াছিল। কারণ একমাত্র তাহারাই খৃষ্টানগণের রক্ষক ছিল, এবং পটুগীজের পাদরাদিগকে বাস করিতে দিলে তাহারা অনেককে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করিতেও পারিতেন । I এই সনদ্বীপ বাঙ্গলার রাজা কেদাররায়ের রাজ্যভুক্ত ছিল। কিন্তু মোগলের কয়েক বৎসর হইতে তথায় তাহার অধিকারস্থাপনে বাধা দেয়। * তিনি জানিতেন যে, পটুগীজেরাই উহা অধিকার করিবে, তজ্জন্ত তিনি তাহাদিগকে স্বীয় স্বত্ব প্রদান করিয়াছিলেন । ১৬০২ খৃঃ অব্দে মনট্যাগ্রিলজাত ও কেদাররায়ের অধীনস্থ কৰ্ম্মচারী জনৈক নির্ভীক পটুগীজ সেনাপতি কার্ভালো ইহা পুরস্কাররূপে অধিকার করে। সে প্রথমে কতিপয় পটুগীজ সৈনিকের সাহায্যে ইহার দুর্গ অধিকার করিয়াছিল, কিন্তু দ্বীপের অধিবাসিগণ তাহাকে অবরোধ করিলে সে চাটিগরি পটুগীজগণের নিকট সাহায্য প্রার্থনা করে। পটুগীজগণের অনুরোধে তাহদের সেনাপতি ইমানুয়েল মার্টুস ৪০০ সৈন্তের সহিত সনদ্বীপে উপস্থিত হইয়া তাহার অধিবাসিগণের সহিত ঘোরতর যুদ্ধে তাহাদিগকে পরাজিত ও নিহত করিয়া জয়লাভ ও অবরুদ্ধ সেনাপতির উদ্ধার সাধন করেন। এই জয়লাভ হইতে পটুগীজেরা অনেক যুদ্ধে জয়লাভ করিয়াছিল। তাহার সেই দ্বীপে বাস করিতে আরম্ভ করে ; এবং উক্ত দ্বীপ কার্ভালো ও মাটুলের মধ্যে বিভক্ত হয় । - - '・ベ আরাকানরাজ ; কতকগুলি পৰ্টুগীজকে স্বীয় অধীনে নিযুক্ত

  • সনদ্বীপের লবণের ব্যবসায় চিরপ্রসিদ্ধ। " : উথকুমণিক দেখ। . . . . . .

, ? এই সময়ে মেরেজগী বা সেলিম স আরকানের রাজা ছিলেন। উপক্ৰমণিক দেখ ।