পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 849 ) লনমে প্রবৃত্ত হন, এবং তৎসঙ্গে বাঙ্গালার অন্যান্য প্রদেশেও দৃষ্টপাত কমিকে বিরক্ত হন নাই। এই সময়ে তিনি বহুল পরিমাণে সমরসজ্জা কবিয়াছিলেন। তিনি ১••• খানি যুদ্ধজাহাজ সংগ্রহ করেন, তন্মধ্যে অধিকাংশ ঝাণ্ডার ছিল, কতকগুলি বৃহৎ কার্বুস ও কতকগুলি কোষনৌকাও ছিল। এই বিপুল শক্তিসহ মগ নৌ-সেনাপতি সনৰীপ অভিমুখে অগ্রসর হন। কার্ভালো ৫০ খানি জেলিং, ৪ খানি কার্ডস ও বিপক্ষের একখানি জাহাজময় তাহার রাধা প্রধানে সচেষ্ট হন। অধিকাংশ “ಕ್ಷಿಕ জাহাজ চলিয়া যায়, কার্ভালো তাহার নৌ-শ্রেণী ও অপর ” ১s খানি জাহাজের সহিত অবস্থিতি করেন। সেই সাহসী বীরপুরুষ আপনার ক্ষুদ্রশক্তিসহ বিপক্ষের অনুসরণে প্রবৃত্ত হন । তিনি বেলা ১১টা হইতে সন্ধ্যা পর্য্যন্ত সাহসসহকারে যুদ্ধ করিয়াছিলেন, কখন পশ্চাৎপদ হন নাই। শত্রগণকে অতর্কিতরূপে আক্রমণ করায় তাহদের জাহাঙ্গশ্ৰেণী ছিন্ন ভিন্ন চুইয়া যায়। ঈশ্বর বিধর্মিগণের মধ্যে গোলযোগ ও খৃষ্টানদ্বিগের গৌরর ইচ্ছা করায় খৃষ্টান জাহাঙ্গের সংখ্যা মল্প ও মগবিদের জাহাজের সংঞ্চ অধিক করিয়াছিলেন । পৰ্টুগীজগাণুর ও• খানি ও মগদিগের ১০০০ জাহাজ ছিল; কিন্তু পৰ্টুগীজেরাই জয়লাভ করে ; তাহারা পৰ্টুগীজদিগের জাহাজ সমস্ত চুর্ণ করিয়া স্কেল, তাহাজেরঞ্চ অনেক বড় বড় জাহাঙ্ক নষ্ট হইয়া যায়। প্রায় ২••• মগ জীবন বিসর্জন নেয়, পটীrদিগের ৪৭ জন মাত্র নিহত হইয়াছিল। মৃগের সম্পূর্ণ রূপে প্রয়াজিত হইয়া চাটিগার অভিমুখে যাত্রা করে। এই পরাঞ্চয় আরাকানরজ ফুক্ত হইয় তাহার ক্লোন কোন সেনাপতিকে স্ত্রীলোন্ধের ক্সে পরিধান করুইয়া যায়ুপ্রুনাই অপমানিত করুন। এ পটুBBBB DBBYBB BBBBB BBDk TTS

  • **कप्तिरुन ७झेल्लीज़ दिशम: *ानउक्लबहJ