পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8to অত্যন্তসাহসী বলিয়া সমস্ত বাঙ্গলায় বিখ্যাত ছিলেন। কার্ভালো বুঝতে পারিলেন যে এই সমস্ত জাহাজ তাছাদেরই বিরুদ্ধে আগমন করিয়াছে। তিনি ৩০ খানি জেলিয়ার দ্বারা ১০০ খানি কোষ নৌকাকে পরাজিত করিতে ন পারা আপনার পক্ষে অগৌরব বলিয়া মনে করিলেন, কারণ কিছুপূৰ্ব্বে তিনি ৬০ খানি মাত্র নৌকার দ্বারা ১০০ ০ খানি জাহাজকে পরাজিত করিয়াছিলেন। কার্ভালে প্রচণ্ড বেগে বিপক্ষগণকে আক্রমণ করিয়া তাহাদের জাহাজশ্রেণী ছিন্ন ভিন্ন করিয়া দেন ও বহুসংখ্যক সৈন্ত শমনসদনে প্রেরণ করেন। এই যুদ্ধে মন্দারায়ও নিহত হন, তিনি গোল দ্বারা আহত । হইয়| জাহাজ হইতে নিপতিত হইয়াছিলেন। কার্ভালোও একটি তীরবিদ্ধ হইয়া আহত হন। . * কয়েক দিবস পরে আরোগ্যলাভ করিয়া কার্ভালো শ্ৰীপুর হইতে গোলি বা, গুলু নামক পৰ্টুগীজদিগের উপনিবেশে গমন করেন। তাহাকে ক্ষুদ্র বনার বলিত। নদীর মুখ হইতে তাহ ৫• লীগ বা ৭৫ ক্রোশ দূরে অবস্থিত। কার্ভালো পুনৰ্ব্বার মগদিগকে আক্রমণ করিয়া সনদ্বীপ অধিকারের ইচ্ছা করেন। গুলোবন্দরে মোগলের পটুগীজদিগের প্রতি নুতন কর স্থাপনে ইচ্ছুক হয়, তথায় ৫••• পটুগীজ অবস্থিতি করিত। মোগলেরা তথায় নদীতীরে একটি দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিল, উক্ত দুর্গে ৪০০ সেন অবস্থিতি করিত, ইহারা দেশীয় খৃষ্টানদিগের উপর অত্যন্ত্র অত্যাচার করিত, তাহাদিগকে হত্যা ও নানাপ্রকার বর্ণণাতীত নিষ্ঠুরতায় উত্তাক্ত করিয়া তুলিয়াছিল। কার্ভালো তাহার ৩৩ খানি জেলিয়ার সহিত তাহাদের দুর্গের নিকট দিয়া গ্রমনকালে তাহার তাহার প্রতি বলপ্রয়োগ করিতে ইচ্ছুক হয় । ‘. উপক্ৰমণিকা দেখ f - + সত্তৰঞ্জঃ হুগলী, উপক্ৰমণিক দেখ ।