পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 84 v. ) সাক্ষাৎকারের প্রত্যাখ্যানের ছল সুস্পষ্ট বলিয়া প্রতীত হয় নাই। প্রকৃত পক্ষে তাহার কার্ভালোর অনিষ্ট করিতেই ব্যস্ত ছিল। তৃতীয় দিবসে কাতা লোকে ধৃত করার সমস্ত পরামর্শ স্থির হইলে, কার্ভালোকে আহবান করা হয়। কার্ভালো কয়েকজন পটুগীজের সহিত প্রাসাদে উপস্থিত হয়। তাহার। পশ্চাদ্ধার দিয়া প্রবেশ করিয়াছিল। র্তাহার প্রবেশ করিলে তাহাকে রুদ্ধ করা হয়। পশ্চাৎ হইতে আসিয়া কতকগুলি লোক তাহাদিগকে ধৃত এবং অস্ত্র ও পরিচ্ছদ চুতি করে। এই সময়ে তাহারা তাহদের প্রতি বলপ্রয়োগ করিয়া নানা প্রকার অত্যাচার ও অবমাননা করিয়াছিল। তাহাজের পদে শৃঙ্খল প্রদান করা হয়। তাহার পর রাজা কার্ভালোকে হস্তিপৃষ্ঠে আরোহণ করার জন্ত আদেশ দেন। তাহার পর তাহার সেনাপতি ৪০০ সৈন্তসহ তাহাকে লইয়া গমন করেন, কার্ভালোর পরিণাম কি হইবে, তাহ কেহই জানিত না। তাহার পর সকলে জানিত পারিল যে তাহারা হত হইয়াছেন।* - পটুগীজ ও অন্যান্ত খৃষ্টানদিগের নিকট এই সংবাদ পছছিলে তাহারা কি করিবে কিছুই স্থির করিতে পারে নাই। কতকগুলি কার্ভালোর জাহাজে প্রস্থান করিতে উপদিষ্ট হয়, কতকগুলি কার্ভালোর প্রতিশোধ লওয়ার জন্ত প্রবৃত্ত হয় । পাঠান মুনলমানগণ পটুগীজদিগের বাণ্ডেল অবরোধ করিয়াছিল, তাহার এই সংবাদ শুনিয়া পটুগীজদিগের সমস্ত দ্রব্যাদি লুণ্ঠন করিয়া লয়, ও বিক্রয় করে । - সোমবারে রাজা কার্ভালোর লোকদিগকে ও পৰ্টুগীজদিগকে পরিচ্ছদ •চু্যত করিয়া কারাগারে প্রেরণের জন্ত আদেশ দেন। তাহারা তথায় অত্যন্ত কষ্ট পাইয়া প্রাণত্যাগ করে। . . . . . ,

  • কার্ভালোর হত্য সম্বন্ধে উপক্ৰমণিকায় আলোচনা করা হইয়াছে।