পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 80 J অতএব সম্প্রতি অন্তর হইয়া থাকিলেই ভাল। (৫১) এতদৰ্থে কছিলেন আমি এখন সেই কার্য্যে প্রবর্ত হইলাম। এই মতে রাজা বসন্ত রায় মন্তিগণের সহিৎ একাসনে বসিয়া রাজা প্রতাপাদিত্য রাজা হওন ও গৃহপ্রবেশন মহামহোৎসবের সমধ্যার সামিগ্রি আয়োজনের অন্দাজি বরদ্ধের বিবেচনা করিতেছেন। ক্রোর টাকা খরচের বারাদ্ধ হইল। (৫২) নিমন্ত্রণ রাঢ় গৌড় বঙ্গ (৫৩) তাহাতে দুই দেশের কেবল প্রধান২ লোক রাজা ও অধ্যাপকগণ । বঙ্গের সামুদাইক ব্রাহ্মণ কায়স্ত বৈদ্য আর২ যাবদীয় অপরাপর লোক সমস্ত ইতর বর্ণ যবন ইত্যাদি ছত্রিশ জাতি। ইহাতে অতি মহাসম্রাট হবেক । ইহারদের ভক্ষ্যভূয্য আয়োজন এবং রহিবার স্থান নিয়োজন করণ এ সমস্তের সৰ্ব্বে সৰ্ব্ব কৰ্ত্তা রাজা বসন্তরায় । রহিবার স্থান নিয়োজিত হইল পূরের মধ্যে। ভক্ষ্য দ্রব্য আয়োজন কৰ্ত্ত বামুদেব রায় পৃভিতি আট জন। আর২ সহস্রাবধি লোক তাহারদের পরিবার গ্রামে গ্রামে পরগণায়২ কৰ্ম্মচারিদের স্থানে তাহারদের বরাদ্ধ আনুক্রমে চালু সরু মোট আতপ উসন কলাই নানান প্রকার মাস কলাই মুগ অরহর খেসারি মসুরি মটর রস্তা বোরা ইত্যাদি। তৈল ঘৃত লবন মধু গুড় রকমে২ চিনি মিছলি এ সমস্ত জিনিসের ফর্দ গচ্ছিত হইল। দধি দুগ্ধ থির নবনি ছানা ও মিষ্টান্ন পৰ্কান্ন চতুৰ্ব্বিধ প্রকার চব্য চষ্য লেহ পেয় নানাপ্রকার মিষ্টান্ন সমস্ত সামিগ্রির ফরমাইস দিলেন। নানাবিধ ফল নারিকেল আম্র পনশ কদলি আর২ সমস্তের ফরমাইস হইল। স্থানে২ ভাণ্ডারার স্থান নিয়মিত সহশ্রাবধি ভাণ্ডার। শত মুটীয়া লোক ভাণ্ডারে নিয়োজিত হইল। রাজাইওন ও গৃহপ্রবেশনের দিন নিন্নয় হইল বৈশাখী পূরিমা (৫৪)মহ পুণ্যাহ দিন তদানুসারে নিমন্ত্রণ পত্র লিথিয়া দেশে২ ভাটগণ পাঠাইলেন। সামিগ্রি সমাধান দিব রাত্রি নৌকাযোগে ও বলদে ও শকটে আপন সুগম মতে পরিপুন্ন বোঝাই হইয়া নিয়োজিত ভণ্ডারে২ দাখিল হইতেছে।