পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবাদ । ঐশ্ববিক দয়ায় নির্ভর করিয়া আমাদের প্রধানের আদেশে আমরা বঙ্গদেশে ধৰ্ম্ম প্রচার করিতে আরম্ভ করিয়াছি। আমি বিশদ করিয়া তাহ প্রকাশ করিতেছি। আমরা বাঙ্গলার ক্ষুদ্র বদরে (১) অবতরণ করিয়াছিলাম। আমরা মালাবার দম্য কর্তৃক আক্রান্ত হইয়াছিলাম, কিন্তুতাহার আমাদের বিশেষ কোন ক্ষতি করিতে পারে নাই। আমরা সিলিয়ানিস (২) দ্বীপ পরিত্যাগ করিয়া অনেক কষ্টে গুলোতে (৩) উপস্থিত হই। ইহার পর আমরা গঙ্গার মোহানার নিকট একটি স্থানে গমনকরি। নাবিকগণ তাহাকে ব্রাকিয়া (৪) কহে। এতদ্ব্যতীত আমরা অত্যন্ত সতর্কতাসহকারে জলাভূমিতে গিয়াছিলাম। ঈশ্বর আমাদিগকে সকল আপদ বিপদ হইতে মুক্ত করিয়াছিলেন। - আমরা কোচিন হইতে যাত্রা করিয়া আঠার দিবসে ক্ষুদ্রবন্রে (৫) উপনীত হই, তথা হইতে নদীর উজানে আট দিনে গুলোতে (৬) পহছিয়ছিলাম। গুলো গঙ্গার মোহন হইতে ২১ মাইল হইবে । আমরা পটুগীজ ও অন্তান্ত খৃষ্টানগণ কর্তৃক সাদরে অভ্যর্থত হইয়াছিলাম। ডমিনিক সোস ভাষা ব্যাখ্যা করার জন্ত অত্যন্ত কষ্ট স্বীকার করিয়াছিলেন, তিনি এরূপ আগ্রহসহকারে তাহা করিয়াছিলেন যেন বোধ হইয়াছিল, তিনি অনেক দিন ধরিয়া তাহা শিক্ষা করিয়াছেন। যদিও (১) সূত্র বন্দর সম্ভবতঃ পিপলী, উপক্ৰমণিকা দেখ। (২) সিলনিস দ্বীপ কোন স্থানে নির্ণয় করা কঠিন । (৩) ‘ ওলো-হুগলী উপক্ৰমণিকা দেখ। (8) কোন স্থানকে মাৰিয়া কহিত তাং জানিবার উপায় নাই। .id : ধোনি হইতে ১৮ দিনে পিপলীতে পহছানই সম্ভব। - - (०) ठष श्रेष्ड नौब्र উজানে ৮ দিনে হুগলীতে যাওয়াই সম্ভব, এবং সাগর সক্ষম হগুঞ্জ তৎকালে জলপৰে ২১ মাইল হইতে পতি। উপক্রমণিক দেখ ।