পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 a অবস্থিত, এবং বাঙ্গলার এই প্রদেশে সৰ্ব্বদা জাহাজের গতি বিধি হইয়া থাকে। আমরা আবার গঙ্গা তীরে আসিয়াছিলাম । অল্প সময়ের মধ্যে আমরা শ্ৰীপুর ও চাটিগায় যাই । যে ক্ষুদ্র রাজা (১১) কেদার রায়ের (১২) লোকদিগকে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করিয়াছিল, আমাদের নিকট আসিয়াছিল। আমরা আমাদের কৰ্ত্তব্য পালন করিতাম ও প্রত্যহ ধৰ্ম্মপ্রচার করিতাম। লোকে মনোযোগ সহকারে আমাদের কথা শুনিত ও অনেক বাঙ্গালী, খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিয়াছিল। শ্ৰীপুর, ১৪ই জানুয়ারি, ১৫৯৯ । (১১) ক্ষুদ্র রাজা সম্ভবতঃ পটুগীজ হইবে । (১২) সুপ্রসিদ্ধ কেদার রায় শ্ৰীপুরের অধীশ্বর।