পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 6 0 రి ) রাজস্থানের ইতিহাস ভট্টগ্রন্থ ও চারণদিগের বিবরণ হইতে সঙ্কলিত । মহাত্মাটড চারণদিগের যথেষ্ট মর্যাদা করিয়া গিয়াছেন। টডের পুস্তক অনুসরণ করিয়া এবং চারণদিগের মূল গ্রন্থ অবলম্বন করিয়া চারণবংশোদ্ভূত ত্রযুক্ত রামনাথ বারেট ‘ইতিহাস-রাজস্থান” নামক একখানি পুস্তক হিন্দী ভাষায় প্রণয়ন করিয়াছেন। ইনি জয়পুর রাজপুত স্কুলের ভূতপূৰ্ব্ব হেড মাষ্টার। র্তাহার পুস্তক হইতে এক অংশ উদ্ধার করিলে বোধ হয় অসঙ্গত হইবে না । ইহার হিন্দী ভাষা সহজেই বোধগম্য হইবে। দুই এক স্থলে বন্ধনীর মধ্যে অর্থও লিখিয়া দিলাম — * তথত পর বৈঠ, কর সলীমনে আপন নাম জাহাঙ্গীর বথ,থ । উসনে মানসিংজ কে বঙ্গালে কে পূৰ্ব্বীপ্রস্ত মে জো হিন্দুয়োকে স্বতন্ত্র (স্বাধীন) রাজ্য থৈ, উনকে দবানে কে লিয়ে ভেজা । মানসিংহ জীনে পূৰ্ব্বী বঙ্গলমে পহুচ, কৰ পহিলে রাজা প্রতাপাদিত্যকে রাজ্য পর চড়াই কী জিম্বকী সেনামে হাৰ্থী বহুৎ থে; প্রতাপাদিত্যকে সাপ জে লড়াই হুই, উস মে মানসিংহজীকে ছোটে কবর ( কুমাব ) জনসিংজা কাম আয়ে ( মারা পড়েন ) ঔব প্রতাপাদিতাজী জীত পকড়াগমা। মানসিংহজী নে উসকো পীজ বন্ধয়া আশ্বাস দিলেন, ধার্জ ধৈর্য্য )। ঔর কহা কি আগরে চলকর তুমূহবা রাজ্য তুম্‌ কে হী দিলা দৃংগ । পরন্তু দীন প্রতাপাদিত্য কাশী পহুচ, কর মাগমে ই ( মার্গ-পথ ) কালবশ হুয়া ( কাল প্রাপ্ত হইলেন )। মানসিংহজী নে উসকে ভর্তাজে (ভ্রাতৃপুল ) হরিরায় কো উস কী রাজ্য দিলায়া। প্রতাপাদিত্যকে জীতকর রাজা কেদারকে রাজ্যপর চড়াই কৗ । বহ (ইনি ) জাতি কা কায়স্থ থ, ওঁর সল্লামাত নামী দেবী কা উস কে ইষ্ট থী ; মানসিংহজী কী লড়াইকে সমাচার সুনকর কেদার নৌকামে বৈঠ কর সমুদ্র কী ঔর ( অভিমুখে, দিকে ) ভগ, গয় । ঔর মন্ত্রীসে