পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88 ) খাদন করিয়া যাহা পাইবি ইহার মধ্যে তাহ এই স্থানে স্থাপিত করিস । সে আমারি অনুকল্প জানিবি। তোর প্রজা পুত্র রাখাল মরে নাই। তাহাকে পাইবি তাহার মাতার ক্রোড়ে ঘুমাইয়া রহিয়াছে। তোর ঐশ্বৰ্য্য হবেক বৃহত তোর পিতৃ পিতামহ হইতে। এ ভূমি সমস্ত হবেক তোর করতল । আমি কন্যাভাবে স্থিতি করিব তোর গৃহে যাবৎ তুই বিদায় না করিবি আমাকে। এবং আমার এই আজ্ঞা মানিস স্ত্রীয় কি তাহার দুঃখদাতা কদাচ হইবি না ! সেই হবে তোর কালের অন্ত । এই মাত্র শুনিল । পরে চৈতন্ত পাইয়া দেখিল ঘোরতর অন্ধকার । কমল খোজা কোথায়। কোথায় বাহন। অশ্ব কোথায়। সে দীপ্তি কিছুই দেখিতে পায়না। কেবল দেখে আপনি ধুলাতে লোটাতেছে। কিন্তু শপ্লের দ্যায় যে সমস্ত দেখিল তাহ সমস্তই তাহার মনে পড়িয়ছে। উত্থান করিয়া খোজ সেনাপতির অন্তেশন করিতে২ দেখেন সে পড়িয়া রহিয়াছে একটা খাদের মধ্যে। তাহাতে চেতনা করিয়া বলিল এ কি। এথায় পড়িয়াছ কেন। সে বলিল আমি ইহার কিছুই জানি না মহাতেজ দেখিতেছিলাম। এই২ মাত্র মনে আছে। আর কিছুই জানি না। রাজা বলিলেন আইসহ আমার সাতে আগে দেখি যাইয়া সিন্দুক কোথায় । এবং তল্লাস করিয়া দেখেন সিন্দুকের তালা এক স্থানে ও খোল আর এক স্থানে মৃত ছোকরা তাহার মধ্যে নাই। মহারাজা খোজাকে জিজ্ঞাসা করিলেন। কেমন। তুমি এ ছোকরার বাট কোথায় জান। খোজ বলিল হঁ মহারাজা এই যে গড়ের নিকটেই তাতার পিতা মাতার ঘর। উইজন সেইক্ষণে তাহারদের বাটীতে যাইয়া দেখিলেন ঘরের দ্বার খোলা কিন্তু মানুষ সমস্ত নিদ্রিত। খোজ শের করিয়৷ ডাকিলে সেইক্ষণে সে আসিয়া জানিল মহারাজ। 乾