পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ & 8 J তাহার অতি বৃহত দানে সে হয় উত্তম দাতা। দেবতার ইচ্ছা ক্রমে ইহার সংক্রিয়ার পরিসীমা রহিল না। সহস্র গরিবকে পরিতোষ না করিয়া আপনি কিছু আহার করিতেন না । এই নিয়ম ছিল। রাজা বসন্ত রায়ও দেবতার ইচ্ছায় পরম সুখি তাহার এগার পুত্ৰ সন্তান ইহা ব্যতিরেক কন্যা সন্ততি এবং পৌত্র দৌহিত্র ইত্যাদি অতি বৃহত গোষ্টি এবং জমিদারির ছয় আনা হিস (৬৪) ইহাতে নির্বিঘ্ন পরম সুখে আছে। প্রতাপাদিত্য পূৰ্ব্ব হইতেই সেনা সংগ্ৰহ করিতেছিল যখন দেখিল প্রচুর মতে সামন্ত প্রস্তুত বিচার করিল এখন আর আমার দিল্লিতে কর দেওনের আবশ্যক কি এবং ভূইয়ার দিগকেও আপন করতল করিতে হবেক এবং এ প্রদেশে এক ছত্ৰী হইতে পারি কিন্তু খুড়া মহাশয় থাকিতে সাঙ্গ পাঙ্গরূপে হইতে পারিতেছেন । আচ্ছ। পশ্চাত তাহার প্রতিকবি করিব। অগ্ৰে ভূইয়ার দিগকে শাসন করিব এবং বাদসহি কর উঠাষ্টয় দিব । এই মননে সৈন্তের সাজনি করিয়া সেনাপতি মহাবীর কমল খোজা । পঞ্চবিংশতি সহস্ৰ বাহিনীতে প্রথমত রাজমহল প্রবেশ করিলে মুহুত্তেক রণে সেখানকার নবাবকে পরাজয় করিয়া দশ ক্রোর কেবল নগদ তঙ্ক পাইলে রাজমহলে সেখান কার নবাব দন্তে তৃণ লইয়া পলাইল ঢাকার কেলায় সেই স্থানে আপনা রক্ষা করিয়া রহিলেন। (৬৫) পর২ কেলা২ জয়ী হইতেই পাটনা পৰ্য্যন্ত ইহার কর তল হইল। দিল্লিতে কর দেওন এক কালিন বন্দ । (৬৬) এদিগে ক্রমেই কেদার রায় প্রভৃতি ভূইয়ার দিগকে নিপাত করিয়া তাহারদের রাজ্য লইল। (৬৭) আপন তরফের লোক সৰ্ব্বত্রে নিযুক্ত করিয়া রাজ্য রাজ্যের খাজনা আদায়তে প্রবর্ত। তাহারদের মধ্যে কেবল রাজা