পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ لاوه | এবং কাননগোরাও আরজ করিল অনেক কাল অবধি বাঙ্গালাব খাজান কিছুই আইসেনা সমস্ত বৎ ও বেহার প্রতাপাদিতোর করতল । দোতরফি নালিসে বাদসহি ক্রোধাম্বিত হইয়া হুকুম করিলেন একজন আমির পাঠাইয়া তাহার দমন করিতে এতদৰ্থে আববাম খাঁ বাহাদুর (৮৫) পঞ্চ হাজারি মনশবে আপনার সমস্ত লওয়া জমা সমেত রাঘব রায়ের নালিসে রাজা প্রতাপাদিত্যকে আক্রমণ করিতে বাঙ্গালায় ঠাষ্ট হইয়ু চারি মাষে পাটনা পৌছিল। মহারাজা পাটনার থানার সেনার সহিত মুহমেল হইলে তাঙ্গরা বলিল আমরা এখানে যুদ্ধ করিতে রছি নাই কেবল চৌকিদারীর জন্ত যাহাতে বিপক্ষ লোক দেশের মধ্যে প্রবেশ করিতে না পারে তোমরা বাদসাহী লস্কর। তোমরা বিপক্ষ নহ। তোমরা সচ্ছন্দে যাহ আমরা বারণ করিন তোমারদিগকে, হৰ্ষচিত্তে আবরাম সৰ্ব্বসৈন্ত লষ্টয়া এ দেশের মধ্যে প্রবেশ করিলে পাটনার থানার সেনাপতির হুকুম আমুযায়ি এই পৰ্য্যন্ত চৌকি শক্তাই করিল যে একটা পশু ওদিগ হইতে এদিগে আসিতে পারে না ন৷ এদিগ হইতে যাইতে পারে ওদিগে । পরে বাদসাহী লস্কর রাজমহলের কেলা (৮৬) সেই মতে ছাড়াইলে রাজার সেনও তাহদের পশ্চাতবৰ্ত্তি হইল। আসিতে আসিতে সেনারা এক কালিন মোতলার গড়ের (৮৭) নিকট আইলে একেবারে দুই দিগেই মারি দিল বাদসাহী সমস্তের সনাপতি আবরামকে তোবের গোলার চেটে নপাত করিল। (৮৮) বক্রি সেনারা রাজার সৈন্তের সাতে মিলিয়া গেল । এই মতে ইহার দেরিতে আর এক আমির হস্ত হাজারি মনশবে (৮৯) গাইলে তাহাকেও সইমত করিল। ক্রমে২ বাইশ জন আমির শাটল হেন্দোস্থান হইতে সকলেরি একে দসা করাইয়া কবর দয়াইল ༢:༢ ། (No)