পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৯ ] রপ্তাশয় মুতাক্ষরণে প্রতাপাদিত্যের উল্লেখ আছে বলেন, আমরা কিন্তু গুজিয়া পাই নাই। (৩) রামচন্দ্র ৪—আদিশূরানীত বিরাষ্ট্রগুহের বংশধর নারায়ণের পুত্র দশরথ বল্লালসেনের নিকট কৌলীন্য মর্য্যাদা প্রাপ্ত হইয়াছিলেন। দশরপের অনেকগুলি পুত্র জন্মে, তন্মধ্যে অন্ততম ভরতের পীতাম্বর নামে পুত্র হয়। তাহার জ্যেষ্ঠ পুত্র শাঞির অন্যতম পুলের নাম তপন । তপনযুজ শঙ্করের অর্ণশ প্রভৃতি অনেকগুলি পুত্র হয়। অর্ণশের জ্যেষ্ঠ পুত্ৰ গজপতির ছকড়ী প্রভৃতি অনেকগুলি পুত্র জন্মে। রামচন্দ্র উক্ত ছকড়ীর পুত্র। বামচন্দ্র সম্বন্ধে কুলাচাৰ্য্যদিগের গ্রন্থে এইরূপ লিখিত আছে – “ছকড়ীতনয়ঃ শ্রেষ্ঠে রামচন্দ্রে মহাকৃতী । মহামানী মহাশূরঃ নবর্ভিগুণকৈযুতঃ ॥” (৪) পাটমহল ঃ-হুগলীর উত্তরে অবস্থিত। হুগলী ও বদ্ধমান জেলা পৰ্য্যন্ত বিস্তৃত। পূৰ্ব্বে ইহা পাণ্ডুয়া চৌকীর অধীন ছিল। পাটমহল TT SofT TTSCHI Statistical Account of Hughliers TF". লিথিত আছে — “Patmahal area 2,483 acres, or 3.88 square miles ; 9 estates; land revenue, £321-12s-od : population 2,843, Subordinate Judge's court at Panduah.” (P. 416) ostra এইরূপ লিখিত *IfIE,“ Patmahal. area Io4 agres, or. 16 square mile I estate ; land revenue A. Q. os. od.” (Statistical \' count of Burdwan. P. 175. ) সপ্তগ্রাম হইতে অধিক দূরবত্তী না হওয়ায় রামচন্দ্র তথায় বাস করিয়াছিলেন। কিন্তু রামচন্দ্রের বাসের সময় পাটমহল পরগণার সৃষ্টি হইয়াছিল বলিয়া বোধ হয় না। কারণ, আইন আকবরীতে সরকার সাতগা বা