দ্বিতীয় খণ্ড : পঞ্চম পরিচ্ছেদ శ్రీt মত গোহালে বাধা থাকে—দড়ি খুলিয়া তাহাদিগকে ছাড়িয়া দাও, চরিয়া খাকৃ। আমার গোরু নাই, পরের গোহালের সঙ্গেও আমার বিশেষ সম্বন্ধ নাই। জাতি উঠাইতে আমি বড় রাজি নহি, আমি তত দূর আজিও স্বশিক্ষিত হই নাই। আমি এখনও আমার বাড়দারের সঙ্গে একত্রে বসিয়া খাইতে অনিচ্ছুক, তাহার কন্যা বিবাহ করিতে অনিচ্ছুক, এবং যে গালি শিরোমণি মহাশয় দিলে নিঃশব্দে সহিব, ঝাড়ু দ্বারের কাছে তাহা সহিতে অনিচ্ছুক। স্বতরাং আমার জাতি থাকুক। বিধবা বিবাহ করে করুক, ছেলে পুলের আইবুড়ে থাকে থাকুক, কুলীন ব্রাহ্মণ একপত্নীর যন্ত্রণায় খুলী হয় হউক, আমার আপত্তি নাই ; কিন্তু তাহার পোষকতায় লোকের কি হিত হইবে, তাহ আমার বুদ্ধির অতীত। সুতরাং এ বঙ্গসমাজে আমার কোন কাৰ্য্য নাই। এখানে আমি কেহ নহি—আমি কোথাও নছি। আমি, আমি, এই পৰ্য্যন্ত ; আর কিছু নহি । আমার সেই দুঃখ। আর কিছু দুঃখ নাই—লবঙ্গলতার হস্তলিপি ভুলিয়। যাইতেছি। ... ' পঞ্চম পরিচ্ছেদ আমার এইরূপ মনের অবস্থা, আমি এমত সময়ে--কাশীধামে গোবিন্দ দত্তের কাছে রজনীর নাম শুনিলাম। মনে হইল, ঈশ্বর আমাকে, বুঝি একটি গুরুতর কাৰ্য্যের ভার দিলেন । এ সংসারে আমি একটি কাৰ্য্য পাইলাম। রজনীর যথার্থ উপকার চেষ্টা করিলে করা যায়। আমার ত কোন কাজ নাই—এই কাজ কেন করি না । ইহা কি আমার যোগ্য কাজ নহে ? এখানে শচীন্দ্রের বংশাবলীর পরিচয় কিছু দিতে হইল। শচীন্দ্রনাথের পিতার নাম রামসদয় মিত্র ; পিতামহের নাম বাঞ্ছারাম মিত্র ; প্রপিতামহের নাম কেবলরাম মিত্র। তাহাদিগের পূর্বপুরুষের বাস কলিকাতায় নহে—তাহার পিতা প্রথমে কলিকাতায় বাস করেন। তাহাদিগের পূর্বপুরুষের বাস ভবানীনগর গ্রামে। র্তাহার প্রপিতামহ দরিদ্র নিঃস্ব ব্যক্তি ছিলেন। পিতামহ বুদ্ধিবলে ধনসঞ্চয় করিয়া তাহাদিগের ভোগ্য ভূসম্পত্তি সকল ক্রয় করিয়াছিলেন । - • বাস্থারামের এক পরম বন্ধু ছিলেন, নাম মনোহর দাস। বাঞ্ছারাম মনোহর দাসের সাহায্যেই এই বিভবের অধিপতি হইয়াছিলেন। মনোহর প্রাণপাত করিয়া উহার কার্ঘ্য
পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।