পাতা:রামতাপনীয়োণনিষৎ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুখোপনিষৎ । এতস্যৈব যজনেন চন্দ্রধ্বজে। গতমোহমাত্মানং বেদ ইত্যোঙ্কারান্তরালিকং মনুমাবর্তয়েৎ সঙ্গরহিতোহভ্যt नझ९ ॥ ४ ॥ ন কেবলং সৃষ্টিসামর্থ্যদ এবয়ং মন্ত্রোইপিতু মহেশ্বরস্তাত্মজ্ঞানগ্রদোছপীত্যাহ এতস্তৈবেতি । এতস্তৈব যজনেন চন্দ্ৰধ্বজ: নাম চন্দ্রমেীলিরীশ্বরঃ গতমোহং যথা স্তান্তথা আত্মানং বেদ বুবুধে ইতি কারণাৎ ইদা নীন্তন: ওঙ্কারান্তরালিকং প্রণবসম্পূটিতং भश्म् অষ্টাদশাক্ষরং সঙ্গ রহিতঃ আবর্তয়েৎ । আবর্তনেন অপ্রত্যক্ষং পরমায়ান অভ্যানযুৎ অনিয়ৎ ইত্যর্থ: ॥ ১ ॥ হইল এবং তৎপরে স্বাহ৷ এই পদ হইতে স্ত্রী, পুরুষ, ক্লীব, স্থাবর, জঙ্গমাত্মক জগৎ প্রকাশ করিলাম। বৎসগণ ! এইরূপে আমি তাহারই কৃপাবলে জগৎ স্বাক্ট করিতে সমর্থ হইয়াছিলাম ৷ ২ ৷ ইতি তৃতীয় উপনিষৎ ॥ ৩ ॥ _ এই অষ্টাদশাক্ষর মন্ত্র যে কেবল মামাকেই স্বষ্টিসামর্থ্য প্রদান করিয়াছে, এমত নহে, মহেশ্বর ও উক্ত মন্ত্রবলে আত্মজ্ঞান লাভ করিয়াছেন। এই অষ্টাদশাক্ষর পঞ্চপদী মন্ত্রের আরাধনা করিয়া চন্দ্রচূড় মহাদেব ও অজ্ঞান বিনাশ করিয়া রমাত্মতত্ত্ব জানিয়াছিলেন এবং অপ্রত্যক্ষীভূত পরমাত্মাকে প্রত্যক্ষ করিয়াছিলেন, অতএব আধুনিক মানবগণ চিত্তের কামনা পরিত্যাগ করিয়া প্রণবপুটত উক্ত একাদশাক্ষরমন্ত্র জপ করিবে, তাহtহইলে পরমাত্মার সাক্ষাৎকার লাভ করিতে পারে। ১ ।