পাতা:রামতাপনীয়োণনিষৎ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 গোপালতাপনী । বৰ্হপীড়াভিরামায় রামায়াকুণ্ঠমেধসে । রমামানসহংসায় গোবিন্দীয় নমো নমঃ ॥ ৯ ॥ কংসবংশবিনাশায় কেশিচালুরঘাতিনে । বৃষভধ্বজবন্দ্যায় পার্থসারখয়ে নমঃ ॥ ১০ ॥ বেণুবাদনশীলায় গোপালায়াহিমদিনে । কালিন্দীকূললোলায় লোলকুণ্ডলধারিণে ॥ ১১ ৷ বল্লরীবদনান্তোজমালিনে নৃত্যশালিনে। নমঃ প্ৰণতপালায় শ্ৰীকৃষ্ণায় নমো নমঃ ॥ ১২ ॥ দেশে বনমালা বিলম্বিত আছে, হে গোবিন্দ ! তোমার নাভি কমলসদৃশ এবং তুমি কমলার প্রাণপতি, তোমাকে নমস্কার করি ॥৮ । ভগবন! ময়ূরপুচ্ছ যুক্ত চুড়া তোমার মস্তক বিভূষিত করিতেছে, তুমিই সকলের মনোরমণ করিয়া থাক, তোমার অন্তঃকরণে কোনরূপ কপটতা নাই, তুমি লক্ষ্মীর মানসরূপসরোবরের হংসস্বরূপ, অতএব হে গোবিনা ! তোমার চরণকমলে নমস্কার করি ॥ ৯ ॥ প্ৰভো! তুমি কংসামুরকে সবংশে সংহার করিয়াছ,—ভগবন! তোমারই হস্তে কেশি চালুর প্রভৃতি দানবগণ বিনাশ পাইয়াছে, মহাদেবও তোমার চরণকমলে প্রণাম করিয়া থাকেন, তুমি অর্জুনের সহিত সখা করিয়া তাহার সারথ্য স্বীকার করিয়াছিলে, আমি তোমার চরণকমলে প্রণাম করি । ১• । হে প্ৰভো! তুমি বৃন্দাবনধামে সৰ্ব্বদা গোপালবেশে বেণুবাদনে তংপর থাকিয়া অঘাস্বরকে বিনাশ করিয়াছিলে, তুমি কালিন্দীর তীর ভূমিতে ক্রীড়া করিতে এবং তোমার কর্ণযুগল চঞ্চলকুণ্ডলে বিভূষিত তোমার চরণযুগলে পুনঃ পুনঃ নমস্কার করি ॥ ১১ ৷ গোপালদিগের বদনকমল মালারূপে তোমার সর্বাঙ্গের শোভা বৰ্দ্ধন করিত, তুমি তাহাদিগের সমক্ষে নৃত্য করিয়া আনন্দগ্রকাশ