পাতা:রামতাপনীয়োণনিষৎ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বভাগঃ । |లి(t নমঃ পাপপ্রণtশীয় গোবৰ্দ্ধনধরায় চ | পূতনাজীবিতাস্তায় তৃণবৰ্ত্তাস্থহারিণে ॥ ১৩ । নিষ্কলায় বিমোহtয় শুদ্ধায়াশুদ্ধবৈরিণে। অদ্বিতীয়ায় মহতে শ্ৰীকৃষ্ণায় নমো নমঃ ॥ ১৪ ॥ প্ৰসীদ পরমানন্দ প্রসীদ পরমেশ্বর । আধিব্যাধিভুজঙ্গেন দষ্টং মামুদ্ধর প্রভো ॥১৫ ॥ শ্ৰীকৃষ্ণ রুক্মিণীকান্ত গোপীজনমনোহর । সংসারসাগরে মগ্নং মামুন্ধর জগদগুরো ॥ ১৬ ॥ করিতে, প্রভো! তুমি প্রণতজনগণের পালক, তোমার চরণে অনন্ত প্রণাম করি ॥ ১২ ॥ ভগবন্‌! তুমি জগতের পাপবিনাশ করিয়া থাক, তুমি গোকুলবৃক্ষণার্থ নিজকরে গোবৰ্দ্ধনগিরি ধারণ করিয়াছিলে, তুমি স্তনপানচ্ছলে পুতনার জীবনান্ত করিয়াছিলে এবং তৃণবৰ্ত্তনামা মহামুর তোমারই হস্তে বিনাশ পাইয়াছে, অতএব তোমার চরণযুগলে অনন্ত প্ৰণাম করি ॥ ১৩ । প্ৰভো! তুমি নিষ্কল, অর্থাৎ মায়াতীত, অথচ আপন মায়া বিস্তার করিয়া জগৎ মোহিত করিয়াছ, তুমি স্বয়ং শুদ্ধ এবং অশুদ্ধের বৈরি, তুমি । অদ্বিতীয় অধীশ্বর এবং সকলের নিকট মাহাত্ম্যপ্রকাশ করিতেছ, হে শ্ৰীকৃষ্ণ! তোমার চরণকমলে অনন্ত প্রণাম করি ॥ ১৪ । হে প্ৰভো! তুমি পরমানন্দরূপী, তুমিই পরমেশ্বর, তুমি আমার প্রতি প্রসন্ন হও । আমাকে ভবরোগরূপ ভূজঙ্গ দংশন করিয়াছে, হে প্ৰভো! আমাকে উদ্ধার কর । আমি তোমাকে ভূয়োভূয়: প্রণাম করি । ১৫ । হে শ্ৰীকৃষ্ণ ! তুমি রুক্মিণীর প্রাণপতি, তুমি গোপীজনের মনোহরণ কর, হে জগদগুরো ! আমি সংসারসাগরে নিমগ্ন রহিয়াছি, কৃপা করিয়া আমাকে উদ্ধার কর । ১৬ ৷ -