পাতা:রামতাপনীয়োণনিষৎ.djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য়, খণ্ড । ] छैद्धझ७%|: | ২৩৭ নমো ভগবতে নৃসিংহাত্মনে অবিকল্পায়ান্ধয়ায় নমঃ । ও মমো ভগবতে নৃসিংহায়োক্কারাত্মনে অবিকল্পায় অদ্বয়ায় চিন্ম রূপায় সৰ্ব্বাস্থনে পরমে শ্বরায় অভিন্নায় অনামরূপায় অব্যবহার্য্যায় অদ্বয়ায় স্বপ্রকাশায় মহানন্দায়াত্মনে অমৃতায় অভয়ায় পরব্রহ্মণে নমঃ ইত্যবিকল্পমন্ত্রঃ । এবমেতৈশ্চতুশিযোগঃ সৰ্ব্বমপি জগৎ স্বাত্মমাত্র তয়া বিলাপ্যtহনুশাসনখণ্ডে বক্ষমাণলক্ষণং পরমাত্মীনাং হং স: সোহমিত্যায়ুত্বেন প্রতিপাদ্য অনুজ্ঞা প্রণবেন চিদাত্মকেন বা সৰ্ব্বদা স্বায়ুস্থে ভবেদিতামুষ্ঠানক্রমসজেক্ষপঃ । বিস্তরস্তু তৎপ্রতিপাদকেষু গ্রন্থেষু দ্রষ্টব্যঃ । ১১ ॥ हेड्राख्द्रडांश्ननौ८ग्न छूडौग्रः १७: ॥ ७ ॥ অভিন্ন অমৃত অভয় পরব্রহ্ম, তাহাঁকে নমস্কার করি। ইহাই অমুজ্ঞা মন্ত্র । যিনি ভগবান নৃসিংহাত্মা অবিকল্প অদ্বয় ব্রহ্ম, তাহাকে নমস্কার করি । যিনি ভগবান নৃসিংহ ওঙ্কারাত্মা অবিকল্প অদ্বিতীয় চিন্মাত্ররূপী সৰ্ব্বাত্মা গরমেশ্বর অভিন্ন নামরূপবিহীন অব্যবহার্য্য অদ্বিতীয় স্বপ্রকাশরাপী মহানন্দময় অমৃত অভয় পরব্রহ্ম, তাহাকে নমস্কার করি। ইহাই অবিকল্প মন্ত্র। এইরূপে উক্তমন্ত্রে চতুর্দশ যোগ করিবে এবং সকল জগৎকে আত্মস্বরূপে বিলীন করিয়া অনুশাসন খণ্ডে বক্ষ্যমাণ লক্ষণ পরমাত্মাকে "হংসঃসো২হং” এই প্রকারে একাত্মভাব প্রতিপাদন করিয়া অনুজ্ঞা প্রণব অথবা সৎস্বরূপজ্ঞানদ্বারা সৰ্ব্বদা আত্মনিষ্ঠ হইবে। এই পৰ্য্যন্তই অনুষ্ঠান ক্রম সংক্ষেপ কথিত হইল। তং প্রতিপাদক গ্রন্থে ইহার সবিস্তর দেখিতে পাইবে ॥ ১১ ॥ ইতি তৃতীয় খণ্ড ৷ ৩ ৷