পাতা:রামতাপনীয়োণনিষৎ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 রামতাপনী । [ ১ম, খণ্ড । মুক্তং বৈ কুরুক্ষেত্ৰং দেবানাং দেবযজনং সৰ্ব্বেষাং ভূতানাং ব্রহ্মসদনম্। তস্মাদ যত্র কচন গচ্ছতি তদেব মন্ত্যেতেতি ॥ ১ ॥ অতু হীনং কুরুক্ষেত্ৰং কুরুক্ষেত্ৰাদপি যন্মহিমা অধিকং কুরুক্ষেত্ৰং হি কুরোঃ ব্ৰহ্মণো বরদানাং ক্ষেত্রোত্তমং প্রসিদ্ধং তত্ত্ব, যতো ইনমিতার্থ। হীনে দ্যোতে অনুঃ কৰ্ম্মপ্রবচনীয় তদযোগে যদিতি দ্বিতীয়া । তথা দেবানামপি দেবপূজাস্থানং তথা সৰ্ব্বেষাং প্রাণিনাং ব্রহ্মলোকতুল্যং তং বাক্পতিং যজ্ঞবল্ক্যাপত্যং প্রতি উবাচ তন্নামতো লিঙ্গতশ্চ দর্শয়েতি পগ্ৰচ্ছেত্যর্থ । যাজ্ঞবল্ক্যস্ত উত্তরয়ন তাবৰ্ত্তন্নামতে নির্দিশতি- অবিমুক্তং বৈ ইতি। ন বিমুক্তম্ ঈশ্বরেণপরিত্যক্তম্ অবিমুক্তং বারাণসীক্ষেত্ৰং কুরুক্ষেত্ৰং কুরু ইতি দেবৈঃ প্রাৰ্থিতেন শিবেন কৃতত্বাং কুরুক্ষেত্ৰম্। তথা দেবানামিত্যাদি বিশেষণদ্বয়ম্ উত্তরেইপ্যনুদিতম্। দেশান্তরং তদষ্ট্যোপাস্তমিত্যাহ তস্মাদিতি ৷ তদেব অবিমুক্তমেব মন্তেত জানীয়াং ৷ ১ ৷ জিজ্ঞাসা করিয়াছিলেন। ব্ৰহ্মার বরদানে কুকক্ষেত্ৰ সৰ্ব্বক্ষেত্রোত্তম বলিয়৷ প্রসিদ্ধ আছে, যে ক্ষেত্র কুরুক্ষেত্র হইতেও অধিক, দেবতাদিগেরও দেবপূজা স্থান এবং সৰ্ব্বপ্রাণীর ব্রহ্মলোকতুল্য, সেই ক্ষেত্র কি ? তাহ। আমাকে উপদেশ কর ? এইরূপে বৃহস্পতি যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করিলে যাজ্ঞবল্ক্য বৃহস্পতিকে সেই সৰ্ব্বোত্তম ক্ষেত্র উপদেশ করিতেছেন ।—যাজ্ঞবন্ধ্য কহিলেন,—যাহ। কখন মহেশ্বর পরিত্যাগ করেন না, সেই বারাণসী ক্ষেত্রই সৰ্ব্বপ্রধান ক্ষেত্র। দেবগণ মহাদেবের নিকট প্রার্থনা করিলে মহাদেব এই ক্ষেত্রোত্তম বারাণসী প্রস্তুত করেন, অতএব ইহাকেও কুরুক্ষেত্র বলিয়া থাকে, ইহাই অবিমুক্ত স্থান বলিয়া জানিবে। অতএব দেশান্তরকেও বারাণসীর দ্যায় জ্ঞান করিবে। যেখানেই গমন করুন না কেন, সৰ্ব্বত্রই অবিমুক্ত স্থান জ্ঞান করিবে । ১ ।