পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসি । ఫి లి ধূম্ররূপ- খঙ্গে যদি অনতিগাঢ় ধূমপটলের কিম্ব শিরীষ পুষ্পের বর্ণ প্রতিভাত হয়—তবে তাদৃশ বর্ণ তাহার ধূম্ররূপ। নাগাজুন বলিয়াছেন যে, উল্লিখিত চারি প্রকার রূপ ভিন্ন মিশ্ররূপও झुङ्गेग्न थ[:क ! জাতি । পূৰ্ব্বে যে অসির জাতি বিভাগের কথা বলা হইয়াছে, সে সকল কথা এক্ষণে সবিস্তারে বর্ণন করা যাউক । বিপ্ৰজাতি—খঙ্গতত্ববিৎ নাগাজুন বলিয়াছেন যে বিশুদ্ধ চিহ্নযুক্ত, বিশুদ্ধ বর্ণযুক্ত, উত্তম নেত্রযুক্ত, উত্তম ধ্বনিযুক্ত, কোমলস্পর্শ, উত্তম গঠন, ও উত্তমধারযুক্ত থড়গ ব্রাহ্মণ জাতি বলিয়া গণ্য। ইহার দ্বারা অত্যন্ত্র ক্ষত হইলেই সৰ্ব্বাঙ্গে ঘোর যন্ত্রণ ও শোথ উপস্থিত হয়। মুছা, পিপাসা, দাহ ও জরাভিভূত হইয়া শীঘ্রই প্রাণ বিযুক্ত করে। ইহার অন্ত এক অদ্ভূত লক্ষণ এই যে, হরিতকী, আমলকী, ও বহেড়া, এই তিন দ্রব্য কুটিত করিয়া তাহ ধীরে ধীরে উল্লিখিত গড়েগর উপর এক দিবারাত্র রাখিয়া দিলে তাহার কষায় রসে উহা মলিন হইবে না, বরং অধিক পরিস্কার হইবে । ইহার আরও এক পরীক্ষা আছে। যথা— নবেদিত স্বৰ্য্য কিরণে শুষ্ক তৃণপুঞ্জের উপর এই ব্রাহ্মণজাতীয় অলিকে যদি কিয়ংক্ষণ স্থাপন করা যায়, তাহা হইলে তৃণ গুলি দগ্ধ হইয়া যাইবে । এই খড়গ স্থলভ নহে । ইহা স্বৰ্গীয় । পৃথিবীর মধ্যে স্বৰ্গতুল্য কুশদ্বীপ ও হিমালয় প্রদেশে ইহা কখন কখন পাওয়া যায়। ক্ষত্ৰজাতি-ধূম্ৰবৰ্ণ, সারযুক্ত তীক্ষধার, কর্কশধ্বনিযুক্ত, আঘাত সহকারী,— এরূপ খড়গ ক্ষত্রঞ্জাতি বলিয়া গণ্য । ইহার দ্বারা ক্ষত হইলে দাহ, তৃষ্ণা; মলমূত্র বিষ্টন্ত, জ্বর, মুচ্ছ ও মৃত্যুও হইয়া থাকে। ইহা শাশ্যন্ত্রে ধরিলে বহু বহ্নিকণা নিঃস্থত হয় এবং বিনা সংস্কারে দীর্ঘকাল নিৰ্ম্মল থাকে। বৈশুজাতি—যাহা নীল ও কৃষ্ণবর্ণ যুক্ত, সংস্কার করিলে অত্যন্ত নিৰ্ম্মল হয়, এবং শণি ন দিলে খরতা জন্মে না, এরূপ খড়গ বৈপ্তজাতি বলিয়া গণ্য । শূদ্রজাতি-মেঘের স্তায় বর্ণ, ধার মোট, ধ্বনি মূহু, সংস্কার করিলেও মালিন্ত যায় না, শণি দিলেও খরতা জন্মে না, ক্ষত হইলে অত্যন্ত বেদনাদায়ক হয় না, এতদ্রুপ অসি শূদ্রজাতীয় এবং ইহা দুরে পরিত্যাজ্য । খঙ্গে যদি জাতিদ্বয়ের লক্ষণ দৃষ্ট হয়, তবে তাছাকে জারজ বা দ্বিজাতি খড়গ