পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । প্রথম ভাগ “ভারত-রহস্য’ মুদ্রিত ও প্রচারিত হইল । ইহার প্রস্তাবগুলি পূৰ্ব্বে “ভারতী” “আৰ্য্যদর্শন” “পাক্ষিকসমালোচক” ও “নব্যভারত” নামক বিখ্যাত মাসিক পত্রিকায় মুদ্রিত ও প্রকাশিত হইয়াছিল । সেই সকল প্রবন্ধ ইহাতে অবিকল মুদ্রিত করা হয় নাই ; সংশোধিত ও পরিবর্কিত করা হইয়াছে । স্থলবিশেষে পরিবর্তন, স্থল বিশেষে নুতন অংশের সংযোজন এবং সংশোধন করা श्हे दृछ् । এই পুস্তকের অনেক স্থানে অনেক বরাতী কথা আছে ; অর্থাৎ ইহতে “ইহার বিস্তৃত বিবরণ পরে বলিব ।” এবং “পশ্চাৎ ব্যক্ত হইবে।” এইরূপ অনেক কথা পাইবেন । সে সকল কথার বিস্তৃত বিবরণ ইহার দ্বিতীয় ভাগে দেখিতে পাইবেন । দ্বিতীয় ভাগ শীঘ্র মুদ্রিত ও প্রচারিত হইবে । বিষয়গুলি লিখিতে হস্তলিখিত নাগরক্ষরের পুরাতন পুস্তক সংগ্ৰহ করিতে হইয়াছিল । সেই সকল:পুস্তক অপাঠ্যতম ও অশুদ্ধতম । তৎকারণে ইহার সংস্কৃত প্রমাণগুলিতে যৎকিঞ্চিৎ অশুদ্ধ থাকিবার সম্পূর্ণ সম্ভাবন আছে । অতএব প্রার্থন এই যে, বিজ্ঞ পাঠকগণ তাহা আপন আপন বিবেচনা শক্তির সাহায্যে শুদ্ধ করিয়া পাঠ করিবেন । আমি যখন “ভারত-রহস্তের” জন্ত প্রবন্ধ লিখিতে ব্যাপৃত ছিলাম, আমার ংস্কৃতাধ্যাপক মাননীয়তম পণ্ডিত শ্ৰীযুক্ত কালীবর বেদাস্তবাগীশ ভট্টাচাৰ্য্য মহাশয় আমাকে তৎকালে অনেক বিষয়ে উপদেশ দিয়া উপকৃত করিয়াছিলেন এবং ইহার সংশোধন ভার লইয়াও অনিন্দিত করিয়াছেন । ডাক্তার শ্রীরামদাস সেন । বহরমপুর ।