রাজাভিষেক পদ্ধতি । כיא כ প্রক্ষেপ করিবেক। অনস্তর সেই অগ্নি মন্ত্র পাঠ সহকারে বেদীতে স্থাপন করিবেক । অগ্নি যথাবিধি প্রজ্বলিত হইলে ভtহাতে “মমাগ্নেধ্ব চ%—’ইত্যাদি মন্ত্র দ্বারা তিনটা সমিধ প্রক্ষেপ করিবেক । ভবিষ্যৎ রাজা এই সময়ে সেই প্রজলিত যজ্ঞগ্নিতে “ব্রতপতে ত্ব—” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া একটা সমিধ হোম করিবেন। পরে প্রজলিত বহ্নি ঈশান কোণে একটা সুবর্ণনিৰ্ম্মিত কিংবা রজতনিৰ্ম্মিত অথবা তাম্রনিৰ্ম্মিত জলপূর্ণ কলস স্থাপন করিয়া তাহা গন্ধ, পুষ্প, সৰ্ব্বোষধি, দুৰ্ব্বা, পঞ্চ পল্লব, পঞ্চ ত্বক, পঞ্চ গব্য, পঞ্চামৃত, সপ্ত প্রকার মৃত্তিক, ফল, পঞ্চরত্ন, এক খণ্ড সুবর্ণ ও যুগ্ম বস্ত্রের দ্বারা অন্বিত করিবেন। এই সজ্জিত কলসটা যবপুঞ্জের কিংবা তধুলপুঞ্জের উপরে স্থাপন করিতে হইবেক । ইহার সম্মুখে অগ্নির পূর্বভাগে গোচৰ্ম্মপরিমিত স্থান গোময় দ্বারা লিপ্ত করিয় তাহতে এক অচ্ছিন্ন বস্ত্র পাতিত করিয়৷ তদুপরি পঞ্চ বর্ণ গুণ্ডিকার দ্বারা এক অষ্টদল পদ্ম রচনা করিয়া তন্মধ্য ভাগে সুবর্ণনিৰ্ম্মিত ইন্দ্র প্রতিমা স্থাপন পূৰ্ব্বক তাহাকে রাজার হায় উপচার সকল মন্ত্রোচ্চারণ পূৰ্ব্বক অৰ্পণ করিবেক । এস্থলে উপচার শব্দের অর্থ পাদোদক, আসন, স্নানজল, মধুপর্ক, কুণ্ডল ও অন্যান্য অলঙ্কার, ছত্র, চামর, ধ্বজ ও পতাকা প্রভৃতি । ( এই সকল উপচার বা দনীয় দ্রব্যের দানের এক একটা স্বতন্ত্র স্বতন্ত্র মন্ত্র আছে, তাহ উল্লেখ করিবার কোন বিশিষ্ট ফল দেখা যায় না । ক্রম জানিবার জন্ত লোকের কিঞ্চিৎ কুতূহল দেখা যায় বলিয়াই অভিষেকের ক্রমমাত্র দেখান হইতেছে । পূজা সমাপ্ত হইলে পর যজমান সমিধ গ্রহণ পূৰ্ব্বক পঞ্চাহুতি প্রদান করিয়া ব্রহ্ম স্থাপন করিবেন। ব্রহ্ম স্থাপনের প্রণালী এইরূপ— প্রথমে “খুবীণাং প্রস্তরোহসি-” ইত্যাদি মন্ত্র উচ্চারণ পূর্বক এক খামি আসন প্রদান, পরে “অস্মিন কৰ্ম্মণি ত্বং ভূপতে ভুবনপতে —” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়৷ তদুপরি পূর্ববৃত ব্ৰহ্মাকে উপবেশন করাইবেন । অনন্তর ব্ৰহ্মা “অহং ভূপতিরস্থং ভূবনপতিঃ—” ইত্যাদি মন্ত্র জপ করিবেন। ইহার পর হোতা ( যিনি হোম কাৰ্য্যে ব্ৰতী হইয়াছেন তিনি ) এক মুষ্টি কুশ৷ লইয়া, তাহ অগ্নিকুণ্ডের চতুর্দিকে পতিত করিবেন। ব্রহ্মাও সেই আস্তরণ কালে “দেবস্য ত্ব—” ইত্যাদি মন্ত্র পাঠ করিবেন । এইরূপে কুশাস্তরণ, তাহার সংস্কার, জল প্রসেক ও পর্য্যগ্নিকরণ প্রভৃতি কাৰ্য্য সকল শেষ হইলে, যজ্ঞীয় পাত্র সকল মন্ত্র পাঠ পূর্বক জল ও অগ্নির দ্বারা সংস্কৃত করিয়া লইবেন। পরে আহুতি দান আরম্ভ করিবেন। অস্থিতি দানের নাম হোম, তাহা এস্থলে অনেক প্রকার।
পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।