পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> リグ ভারত-রহস্ত । ঔদকং পাৰ্ব্বতং বাক্ষং মৈরিণং ধন্বমানবম। প্রশস্তং শাস্ত্রমতিভি: দুর্গং চুর্গোপচিন্তুকৈ: | ঔদক অর্থাৎ জলদুর্গ। পাৰ্ব্বত অর্থাৎ গিরিদুর্গ। বাক্ষ অর্থাৎ বৃক্ষরচিত দুর্গ। ঐরিণ অর্থাৎ উষরস্থানরূপ দুর্গ। ধন্ধ অর্থাৎ জলবর্জিত দুর্গ। মানব অর্থাৎ বীর মনুষ্য বেষ্টিত দুর্গ। মহাভারতেও ছয় প্রকার দুর্গের উল্লেখ আছে, তন্মধ্যে মহীদুর্গ ও মৃদু,গ এই দুইটার ভিন্নত প্রতিপাদিত হইয়াছে। যথা— “ধন্বন্নুর্গং মহীদুর্গং গিরিদুর্গং তথৈবচ | মনুষ্যযুগং মৃদুর্গ মন্থদুৰ্গন্ধ তানি যট্ ॥ এই শ্লোকে মহাদুর্গ ও মৃদুর্গ এই দুইটা পৃথক উল্লেখ থাকায় বুঝতে হইবে যে, যাঙ্গ স্বাভাবিক মৃত্তিক রচিত স্থান, তাহাই মহান্তর্গ এবং যাহা মৃত্তিকার দ্বারা হষ্টকের দ্বারা কি প্রস্তরের দ্বারা নিৰ্ম্মিত দুর্গম স্থান, তাহাই মৃদুর্গ। নীতিময়ূখ গ্রন্থে লিখিত আছে যে, "মৃদুর্গমত মাত্ত্বিকং পাষাণমৈষ্টকং বা” মৃদুর্গ ৩ প্রকার,—মৃত্তিক নিৰ্ম্মিত, পাষণ রচিত ও ইষ্টক গ্রথিত । লিখিত বচনগুলির দ্বারা সৰ্ব্ব সমেত নববিধ (৯ প্রকার । দুর্গের ব্যবস্থা পাওয়া যাইতেছে । তদযথা— श्रृंस्रष्ट्री •• २ - - -" بیر মইৗতুর্গ ... ২ ) ইছা অঙ্ক এম মৃত্তিক রচিত ও কৃত্রিম মৃদ্ধিত্তি নিৰ্ম্মিত এতদ্রপে জলদুর্গ ... দ্বিবিধ । মৃদ্ধিত্তি দুর্গের তাবার প্রস্তর নিৰ্ম্মিত ও ইষ্টক নিৰ্ম্মিত এই দুই প্রকার প্রভেদ আছে । ইহা বীরগণের দ্বারা বেষ্টিত থকা এবং সৈন্ত রচনার দ্বারা বেষ্টিত থাকা, এই দুই প্রকার। শূর ও আত্মীয়গণের গৃহের দ্বারা বেষ্টিত থাকা ও প্রান্তর _ম । বেষ্টিত থাক।। এই নববিধ দুর্গের মধ্যে মহীশুর্গেব দ্বিতীয়ট অর্থাৎ মৃদ্ধ গট আবার ৩ প্রকার । স্ত,পীকৃতমূৰ্ত্তিকারাশিবেষ্টিত, প্রস্তর প্রাকার বেষ্টিত, এবং ইষ্টকপ্রাকারবেষ্টিত। অপর, নুজুর্গ অর্থাৎ মনুষ্যজুর্গও দ্বিবিধ। বন্ধু দুর্গ ও ইতর মনুষ্য দূর্গ। নীতিময়ুখে এই মনুষ্যজুর্গের নিম্নলিখিত লক্ষণ ও ব্যবস্থা লিখিত হইয়াছে। “বন্ধুদুর্গং নাম সোদরাদিবন্ধনং রাজগৃহস্ত পরিতঃ স্থাননি। এবং বন্ধু টুর্গসম্ভৰে ইতরমনুষ্যণ্ডুগং ন কুব্বাত।”