পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । wamentamenness এই রত্নরহস্তের মুক্তাসম্বন্ধীয় প্রথম প্রস্তাব অন্যান্ত রত্ন সম্বন্ধীয় প্রবন্ধের সহিত সংযোজিত হইয়া ১২৮৬ সালের অগ্রহায়ণ মাসের বঙ্গদর্শনে ও আর্য্যদর্শনে যথাক্রমে প্রকাশিত হইয়াছিল । সেইগুলি এক্ষণে সংশোধিত ও পরিবর্দ্ধিত করিয়া রত্নরহস্ত নামে পুস্তকাকারে প্রকাশিত হইল । বৃহৎসংহিতা, মণিপরীক্ষা, শুক্রনীতি, মানসোল্লাস, অমরবিবেক, হেমচন্দ্রকোষ, মুক্তাবলী, রাজনির্ঘণ্ট, অগ্নিপুরাণ, গরুড়পুরাণ, ও রাজা রাধাকাস্ত দেব বাহাদুরের কল্পদ্রুম, এই সকল মহান নিবন্ধ হইতে ইহার প্রমাণাবলী সংগৃহীত হইয়াছে এবং ইহার শেষে মণিপরীক্ষা পুস্তকখানি ক্ষুদ্র টিল্পনীসহ মুদ্রিত ও সংযোজিত করিয়া দেওয়া হইয়াছে । সম্প্রতি খ্যাতনামা সঙ্গীতাচার্ষ্য শ্ৰীযুক্ত রাজা সৌরীন্দ্রমোহন ঠাকুর ( ডাক্তার অপ মিউজিক ) মহোদয় “মণিমালা” নামক একখানি রত্নসম্বন্ধীয় বিস্তীর্ণ পুস্তক মুদ্রিত করিয়া বিদেশীয় জনসমাজে প্রচারিত করিয়াছেন। উহা এদেশে অতীব বিরলপ্রচার, সুতরাং তাছা আমি দেখিতে পাই নাই ; এজন্ত উক্ত গ্রন্থ যে কি প্রণালীতে বিরচিত—তাহ আমি জ্ঞাত নহি । এই গ্রন্থে সমস্ত মহারত্ব, স্বল্পরত্ব, উপরত্ব, রত্নালঙ্কার ও স্বর্ণাদি ধাতুসম্বন্ধে স্থল স্কুল অবশুজ্ঞাতব্য বিষয়গুলি বর্ণিত হইয়াছে ; এক্ষণে এতৎপাঠে পাঠকগণের যৎকিঞ্চিৎ তৃপ্তি জন্মিলে আমি সমস্ত শ্রম সফল মনে করিব । অবশেষে সকৃতজ্ঞ-হৃদয়ে বিজ্ঞাপন করিতেছি যে, আমার অধ্যাপক মাননীয়তম শ্ৰীযুক্ত পণ্ডিত কালীবর বেদান্তবাগীশ মহাশয় আমাকে যথাযোগ্য সাহায্য দান করিয়া বাধিত করিয়াছেন ইতি । বহরমপুর । } শ্রীরামদাস সেন । সন ১২৯০ সাল ।